Ajker Patrika

মধ্যরাতে যাত্রীবাহী লঞ্চ ‘সুরভী-৯’-এ ধোঁয়া, জরুরি নোঙর

বরিশাল ও চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ০৭
মধ্যরাতে যাত্রীবাহী লঞ্চ ‘সুরভী-৯’-এ ধোঁয়া, জরুরি নোঙর

ঢাকা থেকে বরিশালে আসার পথে যাত্রীবাহী লঞ্চ সুরভী-৯-এর ইঞ্জিনের সাইলেন্সারের অ্যাডজাস্টে ধোঁয়া ছড়িয়ে যায়। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দুবার এ ঘটনা ঘটলেও লঞ্চ চালনা অব্যাহত রাখা হয়। এতে যাত্রীদের মধ্যে আগুনের আতঙ্ক দেখা দেয়। কেউ কেউ ৯৯৯-এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থায় সহায়তা চান। পরে পুলিশ ও কোস্টগার্ড লঞ্চে অবস্থান নিয়ে মোহনপুর ঘাটে লঞ্চটি নোঙর করতে বাধ্য করে।

লঞ্চের যাত্রী বাকেরগঞ্জের পাদ্রিশিবপুরের গৃহিণী উম্মে হাবিবা আজকের পত্রিকাকে বলেন, তিনি লঞ্চের দ্বিতীয় তলায় থাকা অবস্থায় হঠাৎ দেখতে পান কাপড় দিয়ে প্যাঁচানো পাইপ (সাইলেন্সার অ্যাডজাস্ট) দিয়ে ধোঁয়া উঠছে। কয়েকজন স্টাফ বালতিতে পানি এনে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। রাত সাড়ে ১০টায় ধোঁয়া ফের দেখা দিলে তিনি ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চান।

হাবিবা বলেন, লঞ্চে যাত্রী খুবই কম ছিল। সবাই লঞ্চটি পাড়ে নেওয়ার অনুরোধ করলেও কর্তৃপক্ষ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ইঞ্জিন বন্ধ করে এক ইঞ্জিনে লঞ্চ চালনা অব্যাহত রাখে। এর পরও যাত্রীদের মধ্যে হইচই শুরু হয়। পরে রাত ১২টার দিকে কোস্ট গার্ড লঞ্চে উঠে সাড়ে ১২টার দিকে মোহনপুরে ঘাটে লঞ্চটিকে নোঙর করে।

সুরভী-৯ লঞ্চের সুপারভাইজার আব্দুর রব বলেন, লঞ্চের সাইলেন্সার ঠান্ডা রাখার জন্য কাপড় পেঁচিয়ে রাখা হয়, সেটি ভেজা ছিল। সেখান থেকে ধোঁয়া বের হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তাঁরা বিভিন্ন সংস্থায় ফোন দিলে মোহনপুর থেকে কোস্ট গার্ড এসে লঞ্চে অবস্থান নেয়। তারা লঞ্চের অবস্থা খতিয়ে দেখে। পরে লঞ্চের চেয়ারম্যান চাঁদপুরে যাত্রীদের নামিয়ে দিতে বলেন। 

ফায়ার সার্ভিসের বরিশাল নিয়ন্ত্রণকক্ষের ফায়ারম্যান মো. জামাল হোসেন বলেন, তাঁদের কাছে যাত্রীরা সহায়তা চেয়েছেন। কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে গেছে। 

বিআইডব্লিউটিএর চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম জানান, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে লঞ্চটি। বর্তমানে লঞ্চটি মোহনপুর এলাকায় নোঙর করে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছে। তবে ফের দুর্ঘটনার আশঙ্কা থেকে লঞ্চটি আপাতত বরিশালে যেতে দেওয়া হবে না। যাত্রীদের অন্য কোনো লঞ্চে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত