Ajker Patrika

পরীক্ষা খারাপ হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা প্রতিনিধি
পরীক্ষা খারাপ হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলার দৌলতখানে চলমান এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। উপজেলার চর খলিফা ইউনিয়নে আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম জোবায়ের উদ্দিন জিতু (১৭)। দৌলতখান সরকারি আবি আব্দুল্লাহ কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল সে। দৌলতখান সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে নিয়মিত পরিক্ষা দিয়ে আসছিল। 

জিতু দৌলতখান উপজেলার দিদার উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির জসিমউদ্দিনের একমাত্র ছেলে ও তার ছোট আরও দুই বোন রয়েছে। 

আজ বিকেলে কথা হয় জোবায়ের উদ্দিন জিতুর বাবা মো. জসিম উদ্দিনের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, চলমান এইচএসসি পরীক্ষার প্রথম থেকেই জিতুর পরীক্ষা খারাপ হচ্ছিল। প্রতিদিনই পরীক্ষা শেষে এসে ভিষণ মন খারাপ করে থাকত জিতু, খাওয়া দাওয়া তেমন করত না। শুধু বলত, ‘‘বাবা গার্ড কঠিন হয়েছে, পরীক্ষা ভালো দিতে পারিনি।’ ’ প্রতিদিনের মতোই গতকাল বৃহস্পতিবার ইংরেজি পরীক্ষা শেষে বাসায় এসে মন খারাপ করে কান্নাকাটি করতে থাকে জিতু এবং খাওয়া দাওয়া না করে রাতেই ঘুমিয়ে যায় সে। 

তিনি জানান, কয়েকদিন অসুস্থ থাকায় পরীক্ষার পড়া তেমন পড়তে পারেনি। এ কারণে পরীক্ষা খারাপ হয় এতেই মানসিকভাবে ভেঙ্গে পড়ে তার ছেলে জুবায়ের উদ্দিন জিতু। 

এ সময় কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, ‘আজ সকাল ১০টায় আমি বাসা থেকে বের হই। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে শুনতে পাই আমার বাবাটা আমার ঘরের আড়ার সঙ্গে তার ছোট বোনের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে, আমার আর কেউ রইল না। আমি সব হারিয়েছি।’ এই বলে আর্তনাদ করেন তিনি। 

এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষা খারাপ হওয়ায় এক এইচএসসি পরীক্ষাটি আত্মহত্যা করেছে বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনাস্থলে দৌলতখান থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত