Ajker Patrika

ধর্ষণের শিকার সেই মানসিক প্রতিবন্ধী কিশোরী মা হয়েছে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
ধর্ষণের শিকার সেই মানসিক প্রতিবন্ধী কিশোরী মা হয়েছে

বরগুনার পাথরঘাটায় ধর্ষণের শিকার সেই ১৪ বছরের মানসিক প্রতিবন্ধী কিশোরী মা হয়েছে। তার কোলজুড়ে এসেছে ফুটফুটে একটি কন্যা সন্তান। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম দেয় ভুক্তভোগী কিশোরী। 

অভিযোগ রয়েছে, উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামের আব্দুস সালামের ছেলে খলিলুর রহমান চলতি বছরের ৫ মার্চ ওই কিশোরীর বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। এরপর ৪ সেপ্টেম্বর ভুক্তভোগী কিশোরীর মা পাথরঘাটা থানায় খলিলুরের বিরুদ্ধে মামলা করেন। 

কিশোরীর বড় ভাই বলেন, ‘মামলার পর আসামি গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা নেই। আমরা দিনমজুর বলে ঘটনার পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আইনি সহযোগিতা পাইনি।’ 

এদিকে সদ্য জন্ম নেওয়া শিশু ও তার মা-এর শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স মরিয়ম বেগম। 

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান বলেন, ‘ভুক্তভোগী কিশোরীর অতিরিক্ত রক্তক্ষরণের পাশাপাশি পুষ্টি ও হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম। এ ছাড়া শিশুটি মানসিক প্রতিবন্ধী হওয়ায় নানাবিধ সমস্যা রয়েছে। তাই বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিই। তবে পরিবারটি এতই অসচ্ছল যে, রিকশা ভাড়াটাও অন্যের থেকে চেয়ে আনতে হয়েছে। তাই এখানে রেখেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘সন্ধ্যার দিকে ভুক্তভোগী কিশোরী একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে। এ ঘটনার মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে। তবে অভিযোগের ভিত্তিতে আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত