নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গণপূর্তের এক প্রকৌশলীকে আটক করেছে বরিশালের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার নগরীর সিঅ্যান্ডবি রোড চৌমাথায় সড়কে শৃঙ্খলারক্ষায় দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা তাকে আটক করেন।
আটক হারুন অর রশিদ পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী।
এ নিয়ে হুলুস্থুল কাণ্ড শুরু হলে সেনাবাহিনীর সদস্যরা এসে গাড়ি–টাকাসহ তাকে সপরিবারে কোতোয়ালি থানায় নিয়ে যায়। তবে পুলিশ কর্মস্থলে না ফেরায় টাকার সংখ্যা নির্ধারণ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। রাতের মধ্যে পুলিশ থানায় ফিরবেন বলে জানা গেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও বিএনসিসি সদস্য আয়াত উল্লাহ জানান, ঢাকা-ফরিদপুর-কুয়াকাটা মহাসড়কের নগরের চৌমাথা এলাকায় তারা যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে ছিলেন। সব ধরনের গাড়ি তারা চেক করেন।
বিকল সাড়ে ৫টার দিকে কালো রঙের একটি প্রাইভেট কার ফরিদপুরে দিকে যাচ্ছিল। দুর থেকে তিনি (আয়াতউল্লাহ) লক্ষ্য করেন, গাড়িটি দ্রুত ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছে। সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতে চান। এতে বাধা দেন নির্বাহী প্রকৌশলী পরিচয় দেওয়া ব্যক্তি। এ সময় শিক্ষার্থীরা গাড়ির ভেতরে বড় একটি ব্যাগ খুললে বিপুল পরিমাণ টাকার বান্ডিল ও স্বর্ণালংকার দেখতে পান। তাদের ধারণা কমপক্ষে ২০ লাখ টাকা হবে।
আটক প্রকৌশলী হারুন অর রশিদের দাবি করেছেন, বৈধ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরিবারসহ তিনি যশোরের বাড়িতে যাচ্ছেন। এ নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটলে খবর পেয়ে সেনাবাহিনী এসে গাড়ি ও টাকাসহ নির্বাহী প্রকৌশলীর পরিবারকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে বরিশাল গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গণপূর্তের এক প্রকৌশলীকে আটক করেছে বরিশালের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার নগরীর সিঅ্যান্ডবি রোড চৌমাথায় সড়কে শৃঙ্খলারক্ষায় দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা তাকে আটক করেন।
আটক হারুন অর রশিদ পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী।
এ নিয়ে হুলুস্থুল কাণ্ড শুরু হলে সেনাবাহিনীর সদস্যরা এসে গাড়ি–টাকাসহ তাকে সপরিবারে কোতোয়ালি থানায় নিয়ে যায়। তবে পুলিশ কর্মস্থলে না ফেরায় টাকার সংখ্যা নির্ধারণ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। রাতের মধ্যে পুলিশ থানায় ফিরবেন বলে জানা গেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও বিএনসিসি সদস্য আয়াত উল্লাহ জানান, ঢাকা-ফরিদপুর-কুয়াকাটা মহাসড়কের নগরের চৌমাথা এলাকায় তারা যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে ছিলেন। সব ধরনের গাড়ি তারা চেক করেন।
বিকল সাড়ে ৫টার দিকে কালো রঙের একটি প্রাইভেট কার ফরিদপুরে দিকে যাচ্ছিল। দুর থেকে তিনি (আয়াতউল্লাহ) লক্ষ্য করেন, গাড়িটি দ্রুত ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছে। সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতে চান। এতে বাধা দেন নির্বাহী প্রকৌশলী পরিচয় দেওয়া ব্যক্তি। এ সময় শিক্ষার্থীরা গাড়ির ভেতরে বড় একটি ব্যাগ খুললে বিপুল পরিমাণ টাকার বান্ডিল ও স্বর্ণালংকার দেখতে পান। তাদের ধারণা কমপক্ষে ২০ লাখ টাকা হবে।
আটক প্রকৌশলী হারুন অর রশিদের দাবি করেছেন, বৈধ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরিবারসহ তিনি যশোরের বাড়িতে যাচ্ছেন। এ নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটলে খবর পেয়ে সেনাবাহিনী এসে গাড়ি ও টাকাসহ নির্বাহী প্রকৌশলীর পরিবারকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে বরিশাল গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা-পুলিশ।
২৩ মিনিট আগেসাড়ে তিন বছর আগে নোয়াখালীর সোনাইমুড়ী বারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমদ। কিন্তু তিনি এই ফলাফল না মেনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। অবশেষে আদালত তাঁকে ৪৬৬ ভোটে বিজয়ী ঘোষণা করেন।
২৭ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে আন্তনগর ট্রেন চালুর দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের ব্যানারে আজ বুধবার সকাল ১০টায় শহরের রেলস্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মল্লিকা কমিউটার এক্সপ্রেস ট্রেন ৪০ মিনিট আটকে রাখা হয়।
৩১ মিনিট আগেনড়াইল শহরে অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ হকার্স মার্কেটে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
৩৪ মিনিট আগে