পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন সংযুক্ত একটি বাসে বিশ্ববিদ্যালয়ের নামের ভুল বানানকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ট্রল, সমালোচনা ও হতাশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাস হস্তান্তর প্রক্রিয়ার দায়িত্বে থাকা শিক্ষক এবিএম সাইফুল ইসলামের দায়িত্বশীলতা নিয়েও উঠেছে প্রশ্ন।
গত ১৬ মে (বৃহস্পতিবার) আইএফআইসি ব্যাংকের সৌজন্যে বাসটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নামের ভুল বানান এবং আইএফআইসি ব্যাংকের নামের পাশে ‘স্পন্সরড’ শব্দটির ভুল বানানে লেখার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে উদ্বোধনের সময় বাসের ভুল বানানটি পেছনের দিকে রেখে চাবি হস্তান্তর ও ফটোসেশন সম্পন্ন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আইএফআইসি ব্যাংকের অর্থায়নে ৪৫ লাখ টাকার বাজেটে বাসটির আর্থিক লেনদেন, ডিজাইন, আসন বিন্যাস, বডির রং ইত্যাদি দেখভালের দায়িত্বে ছিলেন গাড়ি হস্তান্তর কমিটির সদস্যসচিব ও সহকারী অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম। বাসটি প্রস্তুতের সময় তিনি কয়েকদিন ঢাকায় অবস্থানও করেন। তবুও এমন একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিবহনে ব্যবহৃত বাসে বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল হওয়াকে অনেকে ‘অবহেলার বহিঃপ্রকাশ’ হিসেবে দেখছেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থী হামিদুর রহমান বলেন, ‘এই বানান আবার কবে থেকে হলো? একটি বিশ্ববিদ্যালয়ের বাসে এত বড় করে লেখা বানান কীভাবে ভুল হতে পারে? এটা কারও চোখে পড়লো না? এতদিন যা শিখলাম, সবই কি তাহলে ভুল ছিল?’
বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, ‘দায়িত্বশীল অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়ের নামের মতো গুরুত্বপূর্ণ একটি ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ভুল বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। দ্রুতই এই সমস্যার সমাধান দাবি করছি।’
এ বিষয়ে জানতে চাইলে সহকারী অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম বলেন, ‘নামের ভুল হওয়ার সম্পূর্ণ দায় আইএফআইসি ব্যাংকের। তারা যেভাবে দিয়েছে, সেভাবেই লেখা হয়েছে। উদ্বোধনের আগে সময় না থাকায় তা সংশোধন করা সম্ভব হয়নি।’
তবে আইএফআইসি ব্যাংক ড. সাইফুলের বক্তব্য প্রত্যাখ্যান করেছে। পটুয়াখালী পুরান বাজার উপশাখার ইনচার্জ মেহেদী হাসান এ প্রসঙ্গে বলেন, ‘এই বাসের সম্পূর্ণ মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন ড. এবিএম সাইফুল ইসলাম। বিশ্ববিদ্যালয় গাড়ি পছন্দ করেছে, আইএফআইসি ব্যাংক সেই অনুযায়ী অর্থ প্রদান করেছে। এর বেশি কিছু নয়। বাসে কী লেখা হবে, সেটা তো আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারণ করবে না—সেটি মনিটরিংয়ের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাকে যখন থ্রিডি ছবি দেখানো হয়, সেখানে সব ঠিক ছিল। উদ্বোধনের আগে আমাকে নামের বানান ভুলের বিষয়টি জানানো হয়, যা কোনোভাবেই কাম্য নয়। আমি বাসটির বানান সংশোধন না হওয়া পর্যন্ত শিক্ষার্থী পরিবহনে ব্যবহারের অনুমতি দিইনি।’
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন সংযুক্ত একটি বাসে বিশ্ববিদ্যালয়ের নামের ভুল বানানকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ট্রল, সমালোচনা ও হতাশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাস হস্তান্তর প্রক্রিয়ার দায়িত্বে থাকা শিক্ষক এবিএম সাইফুল ইসলামের দায়িত্বশীলতা নিয়েও উঠেছে প্রশ্ন।
গত ১৬ মে (বৃহস্পতিবার) আইএফআইসি ব্যাংকের সৌজন্যে বাসটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নামের ভুল বানান এবং আইএফআইসি ব্যাংকের নামের পাশে ‘স্পন্সরড’ শব্দটির ভুল বানানে লেখার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে উদ্বোধনের সময় বাসের ভুল বানানটি পেছনের দিকে রেখে চাবি হস্তান্তর ও ফটোসেশন সম্পন্ন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আইএফআইসি ব্যাংকের অর্থায়নে ৪৫ লাখ টাকার বাজেটে বাসটির আর্থিক লেনদেন, ডিজাইন, আসন বিন্যাস, বডির রং ইত্যাদি দেখভালের দায়িত্বে ছিলেন গাড়ি হস্তান্তর কমিটির সদস্যসচিব ও সহকারী অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম। বাসটি প্রস্তুতের সময় তিনি কয়েকদিন ঢাকায় অবস্থানও করেন। তবুও এমন একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিবহনে ব্যবহৃত বাসে বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল হওয়াকে অনেকে ‘অবহেলার বহিঃপ্রকাশ’ হিসেবে দেখছেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থী হামিদুর রহমান বলেন, ‘এই বানান আবার কবে থেকে হলো? একটি বিশ্ববিদ্যালয়ের বাসে এত বড় করে লেখা বানান কীভাবে ভুল হতে পারে? এটা কারও চোখে পড়লো না? এতদিন যা শিখলাম, সবই কি তাহলে ভুল ছিল?’
বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, ‘দায়িত্বশীল অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়ের নামের মতো গুরুত্বপূর্ণ একটি ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ভুল বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। দ্রুতই এই সমস্যার সমাধান দাবি করছি।’
এ বিষয়ে জানতে চাইলে সহকারী অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম বলেন, ‘নামের ভুল হওয়ার সম্পূর্ণ দায় আইএফআইসি ব্যাংকের। তারা যেভাবে দিয়েছে, সেভাবেই লেখা হয়েছে। উদ্বোধনের আগে সময় না থাকায় তা সংশোধন করা সম্ভব হয়নি।’
তবে আইএফআইসি ব্যাংক ড. সাইফুলের বক্তব্য প্রত্যাখ্যান করেছে। পটুয়াখালী পুরান বাজার উপশাখার ইনচার্জ মেহেদী হাসান এ প্রসঙ্গে বলেন, ‘এই বাসের সম্পূর্ণ মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন ড. এবিএম সাইফুল ইসলাম। বিশ্ববিদ্যালয় গাড়ি পছন্দ করেছে, আইএফআইসি ব্যাংক সেই অনুযায়ী অর্থ প্রদান করেছে। এর বেশি কিছু নয়। বাসে কী লেখা হবে, সেটা তো আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারণ করবে না—সেটি মনিটরিংয়ের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাকে যখন থ্রিডি ছবি দেখানো হয়, সেখানে সব ঠিক ছিল। উদ্বোধনের আগে আমাকে নামের বানান ভুলের বিষয়টি জানানো হয়, যা কোনোভাবেই কাম্য নয়। আমি বাসটির বানান সংশোধন না হওয়া পর্যন্ত শিক্ষার্থী পরিবহনে ব্যবহারের অনুমতি দিইনি।’
পাবনার আটঘরিয়ায় জামায়াতে ইসলামীর কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না এবং কোনো ঈমাম নামাজ পড়াতে পারবে না বলে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় হজ ক্যাম্প থেকে ডিউটি শেষে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন রাজধানীর দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) কে এম মুনসুর আলী। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রেলগেট এলাকায় গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে ছাত্রদল কর্মী সুমন হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শেখ খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) বেলা ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেফরিদপুরে বজ্রপাতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামের তুলা পুড়ে গেছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বাজারের আমির হোসেনের তুলার গুদামের পাশের খেজুরগাছের ওপর বজ্রপাত হলে তাতে আগুন ধরে যায়।
২ ঘণ্টা আগে