Ajker Patrika

যৌন নির্যাতনের বিচারের দাবিতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২২, ২২: ৪২
যৌন নির্যাতনের বিচারের দাবিতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মানববন্ধন

বরিশালে তৃতীয় লিঙ্গের ব্যক্তি রাজির রায়কে যৌন নির্যাতনে অভিযুক্ত আইনজীবী সামসুল হকের জামিন বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ হিজড়া জনগোষ্ঠী ও সচেতন নাগরিকবৃন্দ। আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সদর রোডে জেলা হিজড়া জনগোষ্ঠী ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী ও স্বপ্ন ছোয়া সংগঠনের সভাপতি তপু ইসলাম, তৃতীয় লিঙ্গের বরিশাল টিম লিডার কবরী, কাজলী, ছালমা, সোনালী ও স্মৃতিসহ। 

সমাবেশে বক্তারা বলেন, জমি দেওয়ার প্রলোভন দেখিয়ে অ্যাডভোকেট সামসুল হক তাঁর নিজ বাসায় তৃতীয় লিঙ্গের রাজিব রায়কে নিয়ে একাধিক বার যৌন নির্যাতন করেছেন। সেই দৃশ্য সামসুল হক নিজেই তাঁর মোবাইলে ধারণ করেছেন। পরবর্তীতে জমি না দিয়ে উল্টো বিভিন্ন বখাটেদের দিয়ে রাজিবের ওপর হামলা করিয়ে চাঁদা দাবির মিথ্যা মামলা দিতে চেয়েছিলেন। মামলা দেওয়ার সময় আপত্তিকর দৃশ্য ধারণের বিষয়টি জানতে পেরে পুলিশ সামসুলকে গ্রেপ্তার করে। এ সময় দায়ের হওয়া মামলা তদন্ত করে রাজিবের অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন দেন সিআইডি। সামসুল হক মামলায় কারাবাস শেষে জামিনে এসে রাজিবকে তুলে নিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত