ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অভিবাদন মঞ্চের ব্যানারের ‘স্বাধীনতা’ বানানে ভুল করা হয়েছে। আজ রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্যারেড গ্রাউন্ডে বিষয়টি সবার দৃষ্টি কাড়ে। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় সেখানে উপস্থিত অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত এইচ এম সিজার নামের এক ব্যক্তি বলেন, ‘প্রশাসন কতটা উদাসীন হলে এ রকম একটি বানান ভুল হতে পারে! সেটাও আবার মঞ্চের সামনে টানানো মূল ব্যানার। বিষয়টা খুবই দুঃখজনক। আমরা এ রকমটা আশা করিনি। এ ব্যাপারে কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া উচিত ছিল।’
এ ব্যাপারে ব্যানার তৈরির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী রাজিব চক্রবর্তী বলেন, ‘আসলে এটা ডেকোরেটর মালিকের ভুল।’ ব্যানারের সঙ্গে ডেকোরেটর মালিকের সম্পর্ক কোথায় জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ বলেন, ‘বিষয়টা আমার জানা নেই। কেউ আমাকে এ ব্যাপারে কিছু জানায়নি।’
ঝালকাঠির নলছিটিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অভিবাদন মঞ্চের ব্যানারের ‘স্বাধীনতা’ বানানে ভুল করা হয়েছে। আজ রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্যারেড গ্রাউন্ডে বিষয়টি সবার দৃষ্টি কাড়ে। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় সেখানে উপস্থিত অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত এইচ এম সিজার নামের এক ব্যক্তি বলেন, ‘প্রশাসন কতটা উদাসীন হলে এ রকম একটি বানান ভুল হতে পারে! সেটাও আবার মঞ্চের সামনে টানানো মূল ব্যানার। বিষয়টা খুবই দুঃখজনক। আমরা এ রকমটা আশা করিনি। এ ব্যাপারে কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া উচিত ছিল।’
এ ব্যাপারে ব্যানার তৈরির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী রাজিব চক্রবর্তী বলেন, ‘আসলে এটা ডেকোরেটর মালিকের ভুল।’ ব্যানারের সঙ্গে ডেকোরেটর মালিকের সম্পর্ক কোথায় জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ বলেন, ‘বিষয়টা আমার জানা নেই। কেউ আমাকে এ ব্যাপারে কিছু জানায়নি।’
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
১১ মিনিট আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
১১ মিনিট আগেঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের হাসিনা বেগম নামের এক বৃদ্ধা বেশ কিছুদিন ঠান্ডা জ্বরে ভুগছেন। এসেছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। ডাক্তার তাঁকে দেখেশুনে কিছু ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন।
৪১ মিনিট আগেপ্রতিষ্ঠার পাঁচ বছর পরও বেসরকারি ইউনাইটেড মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ একটি শর্ত পূরণ করতে পারেনি। আইনে ৫০ আসনের বিপরীতে ২৫০ শয্যার হাসপাতাল এবং শয্যার বিপরীতে ৭০ শতাংশ রোগী ভর্তি থাকার শর্ত থাকলেও এই মেডিকেল কলেজের হাসপাতাল ২০০ শয্যার এবং রোগী ভর্তির হার ১ শতাংশের কম।
১ ঘণ্টা আগে