Ajker Patrika

শর্তসাপেক্ষে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে গণসমাবেশের অনুমতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২৩: ৩২
শর্তসাপেক্ষে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে গণসমাবেশের অনুমতি পেল বিএনপি

বরিশালে শর্তসাপেক্ষে বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিএনপির গণসমাবেশ করার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী ৫ নভেম্বর এ উদ্যানে বিভাগীয় গণসমাবেশ করবে দলটি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

জানতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বিকেল সোয়া ৩টায় জানান, তাদের একটি প্রতিনিধি দল বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সঙ্গে দেখা করেছেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক নিজেই তাদের বেলস পার্ক এ (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশ করার অনুমতি দিয়েছেন। 

তবে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধু উদ্যান ব্যবহারে কিছু শর্ত দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে, উদ্যানের মূলমঞ্চ ছেড়ে দিতে হবে। মঞ্চ থেকে ২০০ ফুট দুরে সমাবেশ করতে হবে। এ ছাড়া রাস্তায় জমায়েতের বিষয়েও শর্ত দিয়েছে বরিশাল জেলা প্রশাসন। 

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার সাংবাদিকদের বলেন, ‘শৃঙ্খলা রক্ষা করে বিএনপিকে সমাবেশ শেষ করতে বলা হয়েছে।’ শর্তের বিষয়ে কোনো মন্তব্য না করে বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, মাঠ ছেড়ে রাস্তায় জমায়েত করবেন না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত