Ajker Patrika

মুলাদীতে সালিস বৈঠকে কলেজছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ০৪: ০৮
মুলাদীতে সালিস বৈঠকে কলেজছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগ

বরিশালের মুলাদীতে সালিস বৈঠকে কলেজছাত্র ইউসুফ সরদারকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সালিসে ভাইয়ের শ্বশুর, জলিল খানকে রক্ষা করতে গেলে চরপদ্মা গ্রামের শাওন ও সাইফুলসহ কয়েকজন তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করে এবং এ সময় সে গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ করে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামে স্কুলের হাট এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ইউসুফ সরদার চরপদ্মা গ্রামের এসকান্দার সরদারের ছেলে এবং গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের এইচএসসি পরীক্ষার্থী। 

ইউসুফ সরদার জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে চরপদ্মা স্কুলের হাট এলাকার জনৈক ঝন্টু ও আয়নালের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে স্থানীয় মহসিন শিকদার, চয়ন শিকদার, সায়েম শিকদার মীমাংসার আয়োজন করেন। বেলা ১২টার দিকে সালিস বৈঠকে বসেন তারা। সালিস বৈঠকে চরপদ্মা গ্রামের দেলোয়ার হোসেন দিলু শরীফের ছেলে শাওন ও সাইফুল শরীফ অহেতুক আয়নালকে গালিগালাজ করেন। এ সময় আয়নালের বেয়াই জলিল খান প্রতিবাদ করলে শাওন ও সাইফুল তাকে মারধর শুরু করেন। এ সময় সে তার ভাইয়ের শ্বশুরকে (জলিল খান) রক্ষা করতে গেলে হামলাকারীরা তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করেন। একপর্যায়ে ইউসুফ সরদার মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা চলে যান। 

পরে স্থানীয়রা ইউসুফকে উদ্ধার করে শুক্রবার সন্ধ্যায় মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় হামলাকারী শাওন ও সাইফুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। 

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, 'এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত