মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে সালিস বৈঠকে কলেজছাত্র ইউসুফ সরদারকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সালিসে ভাইয়ের শ্বশুর, জলিল খানকে রক্ষা করতে গেলে চরপদ্মা গ্রামের শাওন ও সাইফুলসহ কয়েকজন তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করে এবং এ সময় সে গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ করে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামে স্কুলের হাট এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ইউসুফ সরদার চরপদ্মা গ্রামের এসকান্দার সরদারের ছেলে এবং গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
ইউসুফ সরদার জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে চরপদ্মা স্কুলের হাট এলাকার জনৈক ঝন্টু ও আয়নালের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে স্থানীয় মহসিন শিকদার, চয়ন শিকদার, সায়েম শিকদার মীমাংসার আয়োজন করেন। বেলা ১২টার দিকে সালিস বৈঠকে বসেন তারা। সালিস বৈঠকে চরপদ্মা গ্রামের দেলোয়ার হোসেন দিলু শরীফের ছেলে শাওন ও সাইফুল শরীফ অহেতুক আয়নালকে গালিগালাজ করেন। এ সময় আয়নালের বেয়াই জলিল খান প্রতিবাদ করলে শাওন ও সাইফুল তাকে মারধর শুরু করেন। এ সময় সে তার ভাইয়ের শ্বশুরকে (জলিল খান) রক্ষা করতে গেলে হামলাকারীরা তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করেন। একপর্যায়ে ইউসুফ সরদার মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা চলে যান।
পরে স্থানীয়রা ইউসুফকে উদ্ধার করে শুক্রবার সন্ধ্যায় মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় হামলাকারী শাওন ও সাইফুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, 'এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
বরিশালের মুলাদীতে সালিস বৈঠকে কলেজছাত্র ইউসুফ সরদারকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সালিসে ভাইয়ের শ্বশুর, জলিল খানকে রক্ষা করতে গেলে চরপদ্মা গ্রামের শাওন ও সাইফুলসহ কয়েকজন তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করে এবং এ সময় সে গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ করে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামে স্কুলের হাট এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ইউসুফ সরদার চরপদ্মা গ্রামের এসকান্দার সরদারের ছেলে এবং গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
ইউসুফ সরদার জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে চরপদ্মা স্কুলের হাট এলাকার জনৈক ঝন্টু ও আয়নালের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে স্থানীয় মহসিন শিকদার, চয়ন শিকদার, সায়েম শিকদার মীমাংসার আয়োজন করেন। বেলা ১২টার দিকে সালিস বৈঠকে বসেন তারা। সালিস বৈঠকে চরপদ্মা গ্রামের দেলোয়ার হোসেন দিলু শরীফের ছেলে শাওন ও সাইফুল শরীফ অহেতুক আয়নালকে গালিগালাজ করেন। এ সময় আয়নালের বেয়াই জলিল খান প্রতিবাদ করলে শাওন ও সাইফুল তাকে মারধর শুরু করেন। এ সময় সে তার ভাইয়ের শ্বশুরকে (জলিল খান) রক্ষা করতে গেলে হামলাকারীরা তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করেন। একপর্যায়ে ইউসুফ সরদার মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা চলে যান।
পরে স্থানীয়রা ইউসুফকে উদ্ধার করে শুক্রবার সন্ধ্যায় মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় হামলাকারী শাওন ও সাইফুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, 'এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। আজ শুক্রবার (৯ মে) বিকেল ৫টার দিকে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় তারা বিক্ষোভ মিছিল নিয়ে আসে। পরে ৫টা ৫০ মিনিটের দিকে মহাসড়ক অবরোধ করা হয়।
৬ মিনিট আগেশেরপুরের নকলায় শামছুর রহমান আবুল (৬৫) নামের ইউনিয়ন আওয়ামী লীগের এক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৯ মে) ভোররাতে নকলা পৌরসভার জালালপুর এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে নকলা থানা–পুলিশ।
৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ৬ মাসে উভয় পক্ষের তিনজন খুন হন।
১৫ মিনিট আগেঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার ফারিয়া হক টিনাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার (৯ মে) তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৬ মিনিট আগে