হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলার মেঘনা ও জয়ন্তিকা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান নামে নাটকীয়তা চলছে। হিজলা উপজেলা মৎস্য দপ্তর, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের নদীতে অভিযান নিয়েও রয়েছে সচেতন মহলের নানা প্রশ্ন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মা ইলিশ রক্ষা অভিযান নিয়ে প্রতিদিন বিভিন্ন সমালোচনামূলক লেখালেখি হচ্ছে। এসব বিষয় দেখার পরেও হিজলা উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করছে না। মা ইলিশ রক্ষা অভিযান শুরু হলে মা ইলিশ নিধন সিন্ডিকেট চক্র বেপরোয়া হয়ে ওঠে। তারা মৎস্য দপ্তর, নৌ-পুলিশ, কোস্টগার্ড ম্যানেজ করে অবাধে মেঘনা নদীতে মা ইলিশ জেলেদের দিয়ে শিকার করায়।
উপজেলার হরিনাথপুর ইউনিয়নে মা ইলিশ বিক্রির জন্য জন্য চর আবুপুর ও আশুলী আবুপুর রাস্তার ওপর ইলিশ কেনাবেচার জন্য বিশাল হাট বসে। সেখান থেকে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার বিভিন্ন অঞ্চলের লোকজন এসে অবাধে মা ইলিশ ক্রয় করে।
আশুলী আবুপুরের মা ইলিশ বিক্রির সিন্ডিকেট গ্রুপের মোসলেম আকন বলেন, `আমি মাছ ধরি না, বিক্রিও করি না। সকাল হলে মাঝেমধ্যে এখানে আসি।'
জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি জাকির সরদার জানান, 'অভিযান বলতে কিছুই নেই। বিগত কোনো বছর এমন অভিযান দেখিনি। জেলেদের কোনো দোষ নেই। কেননা, তারা টাকা দিয়ে মা ইলিশ ধরে। হিজলা উপজেলার মা ইলিশ রক্ষার দায়িত্বে থাকা অনেক প্রশাসন বুকিং হয়ে গেছে। তাই আমাদের আর কিছুর রলার নেই, আমরা নিরুপায়।'
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বলেন, নদীতে কোনো জেলে নেই। যদি নদীর ওপরে কোনো মা ইলিশ বিক্রির হাট বসে থাকে, তবে সেটা থানার পুলিশ দেখবে।
হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবদুল হালিম বলেন, `আমি নদীতে আছি, আমার চোখে কোনো জেলের নৌকা পড়ে নাই। তবে চর আবুপুর ও আশুলী আবুপুরে মা ইলিশের যে হাট বসে, এই সংবাদ পেয়েছি। এটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
বরিশালের হিজলা উপজেলার মেঘনা ও জয়ন্তিকা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান নামে নাটকীয়তা চলছে। হিজলা উপজেলা মৎস্য দপ্তর, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের নদীতে অভিযান নিয়েও রয়েছে সচেতন মহলের নানা প্রশ্ন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মা ইলিশ রক্ষা অভিযান নিয়ে প্রতিদিন বিভিন্ন সমালোচনামূলক লেখালেখি হচ্ছে। এসব বিষয় দেখার পরেও হিজলা উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করছে না। মা ইলিশ রক্ষা অভিযান শুরু হলে মা ইলিশ নিধন সিন্ডিকেট চক্র বেপরোয়া হয়ে ওঠে। তারা মৎস্য দপ্তর, নৌ-পুলিশ, কোস্টগার্ড ম্যানেজ করে অবাধে মেঘনা নদীতে মা ইলিশ জেলেদের দিয়ে শিকার করায়।
উপজেলার হরিনাথপুর ইউনিয়নে মা ইলিশ বিক্রির জন্য জন্য চর আবুপুর ও আশুলী আবুপুর রাস্তার ওপর ইলিশ কেনাবেচার জন্য বিশাল হাট বসে। সেখান থেকে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার বিভিন্ন অঞ্চলের লোকজন এসে অবাধে মা ইলিশ ক্রয় করে।
আশুলী আবুপুরের মা ইলিশ বিক্রির সিন্ডিকেট গ্রুপের মোসলেম আকন বলেন, `আমি মাছ ধরি না, বিক্রিও করি না। সকাল হলে মাঝেমধ্যে এখানে আসি।'
জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি জাকির সরদার জানান, 'অভিযান বলতে কিছুই নেই। বিগত কোনো বছর এমন অভিযান দেখিনি। জেলেদের কোনো দোষ নেই। কেননা, তারা টাকা দিয়ে মা ইলিশ ধরে। হিজলা উপজেলার মা ইলিশ রক্ষার দায়িত্বে থাকা অনেক প্রশাসন বুকিং হয়ে গেছে। তাই আমাদের আর কিছুর রলার নেই, আমরা নিরুপায়।'
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বলেন, নদীতে কোনো জেলে নেই। যদি নদীর ওপরে কোনো মা ইলিশ বিক্রির হাট বসে থাকে, তবে সেটা থানার পুলিশ দেখবে।
হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবদুল হালিম বলেন, `আমি নদীতে আছি, আমার চোখে কোনো জেলের নৌকা পড়ে নাই। তবে চর আবুপুর ও আশুলী আবুপুরে মা ইলিশের যে হাট বসে, এই সংবাদ পেয়েছি। এটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
গাজীপুরের শ্রীপুরে ধানখেতে পানি ছাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক কৃষক ও তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। এ সময় পেটের নাড়িভুঁড়ি বের হয়ে মাটিতে পড়ে যায়।
১০ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
২ ঘণ্টা আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১২ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১২ ঘণ্টা আগে