ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে ইটভাটার মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান অভিযানের নেতৃত্ব দেন।
মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, আজ উপজেলার কাচিয়া ইউনিয়নে লাইসেন্সবিহীন ইটভাটায় কাঠ পোড়ানো ও কৃষিজমির মাটির ব্যবহার প্রতিরোধে অভিযান চালান।
এ সময় মোল্লা ব্রিকস নামের অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান চালানো হয়। কৃষিজমিতে ইটাভাটা স্থাপন করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফসলি জমির মাটি সংগ্রহ করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করায় এবং কাঠ পোড়ানোয় মালিককে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
লাইসেন্স নেওয়ার আগপর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় এটি দেওয়া হয়।
এ ছাড়া ওই দিন মনিরাম বাজারসংলগ্ন খালের ওপর নির্মাণাধীন অবৈধ স্থাপনার কাজ মুচলেকা নিয়ে বন্ধ করা হয়। এই অপরাধে যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী আবশ্যিকভাবে জেলদণ্ডের বিধান রয়েছে, সে সম্পর্কে সবাইকে সচেতন করা হয়।
অভিযানে বোরহানউদ্দিন থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড।
ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে ইটভাটার মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান অভিযানের নেতৃত্ব দেন।
মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, আজ উপজেলার কাচিয়া ইউনিয়নে লাইসেন্সবিহীন ইটভাটায় কাঠ পোড়ানো ও কৃষিজমির মাটির ব্যবহার প্রতিরোধে অভিযান চালান।
এ সময় মোল্লা ব্রিকস নামের অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান চালানো হয়। কৃষিজমিতে ইটাভাটা স্থাপন করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফসলি জমির মাটি সংগ্রহ করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করায় এবং কাঠ পোড়ানোয় মালিককে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
লাইসেন্স নেওয়ার আগপর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় এটি দেওয়া হয়।
এ ছাড়া ওই দিন মনিরাম বাজারসংলগ্ন খালের ওপর নির্মাণাধীন অবৈধ স্থাপনার কাজ মুচলেকা নিয়ে বন্ধ করা হয়। এই অপরাধে যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী আবশ্যিকভাবে জেলদণ্ডের বিধান রয়েছে, সে সম্পর্কে সবাইকে সচেতন করা হয়।
অভিযানে বোরহানউদ্দিন থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৪ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩০ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৩ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে