Ajker Patrika

৪ দিন আগে ঢাকা থেকে অপহৃত শিশু পিরোজপুরে উদ্ধার 

পিরোজপুর প্রতিনিধি
৪ দিন আগে ঢাকা থেকে অপহৃত শিশু পিরোজপুরে উদ্ধার 

৪ দিন আগে ঢাকা থেকে অপহৃত চার বছরের এক শিশুকে পিরোজপুর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা কলাখালী এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

উদ্ধার হওয়া শিশু নাম আরিফ, সে ঢাকার শেরে বাংলা নগর থানার নগর বস্তির আব্দুল কাদিরের ছেলে। অপরদিকে গ্রেপ্তার রফিকুল ইসলাম মোল্লা (৫৫)  সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের বাসিন্দা। 

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মুকিত হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ঢাকার শেরে বাংলা নগরের নগর বস্তির আব্দুল কাদিরের ঘরের পাশেই ঘটনার চার দিন আগে অপহরণকারী রফিকুল ইসলাম মোল্লা একটি ঘর ভাড়া নেয়। পরে ২৮ মার্চ (বৃহস্পতিবার) ঢাকার বাসা থেকে রফিকুল সুকৌশলে শিশু আরিফকে অপহরণ করে পিরোজপুরে নিয়ে আসে। ঘটনার পরপরই আরিফের পরিবারের সদস্যরা শিশুকে খুঁজে না পেয়ে শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন। 

শনিবার রাতে সদর থানার ওসি গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারেন যে, সদর উপজেলা কলাখালী এলাকায় রফিকুলের কাছে একটি শিশুকে দেখা গেছে। অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধারসহ রফিকুলকে আটক করা হয়। পরে বিষয়টি শেরে বাংলা নগর থানার মাধ্যমে নিখোঁজ শিশুর পরিবারের সদস্যদের জানালে তারা পিরোজপুর এসে শনাক্ত করে এবং পুলিশ পরিবারের কাছে আরিফকে বুঝিয়ে দেয়। 

তিনি আরও বলেন, গ্রেপ্তার রফিকুল ইসলাম মোল্লা পেশাদার অপরাধী। তার নামে পিরোজপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। উক্ত ঘটনাও শেরে বাংলা নগর থানার দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত