Ajker Patrika

দীর্ঘ বছরের বিরোধ নিরসন করলেন হিজলার ওসি ও ইউপি চেয়ারম্যান

হিজলা (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১২: ১২
দীর্ঘ বছরের বিরোধ নিরসন করলেন হিজলার ওসি ও ইউপি চেয়ারম্যান

বরিশালের হিজলায় দীর্ঘ ২৫-৩০ বছরের জমিসংক্রান্ত বিরোধ নিরসন করলেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজাহান তালুকদার। গতকাল মঙ্গলবার দুই পরিবারের দীর্ঘ বছরের দ্বন্দ্বের নিরসন করা হয়। 

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে কাউরিয়া বাজারসংলগ্ন হোসেন চৌকিদার ও মিলন সরদার গংয়ের দুই পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিরোধে দীর্ঘদিন ধরে চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে দুই পরিবার একাধিক ফৌজদারি ও দেওয়ানি মামলায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় গতকাল স্থানীয় চেয়ারম্যান সাজাহান তালুকদার ও ইউপি সদস্য কাশেম বিন টেনুসহ দুজন সার্ভেয়ার নিয়ে জমি পরিমাপ করে পিলার নির্ধারণ করা হয়। তখন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে তদারক করেন।

স্থানীয় বাসিন্দা রিপন ফকির জানান, ওসি ও চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে দুই পরিবারের দীর্ঘ বছরের দ্বন্দ্বের নিরসন হয়েছে, যা এলাকাবাসী চিরদিন মনে রাখবে বলে জানান তিনি।

এ বিষয়ে হোসেন চৌকিদার ও মিলন সরদার বলেন, `আমরা ওসি ও চেয়ারম্যান মহোদয়ের ওপর সন্তুষ্ট। তাঁরা আমাদের দীর্ঘদিনের বিরোধ নিরসন করে দুই পরিবারের মধ্যে মিল করে দিয়েছেন।'

গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজাহান তালুকদার বলেন, `এ দুই পরিবার জমিজমা নিয়ে দীর্ঘদিন মামলা-মোকদ্দমায় জড়িয়ে ছিল। গত কয়েক দিন যাবৎ চেষ্টা করে তাদের বিরোধ নিরসন করতে পেরেছি। আমার ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা অব্যাহত থাকবে।'

এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, `শুধু জমির বিরোধ নয়, সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষায় আমার চেষ্টা রয়েছে। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা দিতে চাই। এ দুই পরিবারের মধ্যে শান্তি ফিরে আসুক সেই কামনা করছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত