Ajker Patrika

বরিশালে ট্রাকে গাছের গুঁড়ি ওঠাতে গিয়ে প্রাণ গেল দুই শ্রমিকের

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালে ট্রাকে গাছের গুঁড়ি ওঠাতে গিয়ে প্রাণ গেল দুই শ্রমিকের

বরিশালে ট্রাকে গাছের গুঁড়ি ওঠানোর সময় কাছি ছিঁড়ে গুঁড়ির আঘাতে দুজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বরিশালের গৌরনদী-গোপালগঞ্জ সড়কের শাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এসএম রাসেল মাহমুদ ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত হোসেন সুজন জানান, গৌরনদী-গোপালগঞ্জ সড়কের পাশে কাটা গাছ ৮-৯ জন শ্রমিক শাওড়া এলাকায় লাট বেঁধে ট্রাকে ওঠাচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে কাছি ছিঁড়ে গাছের গুঁড়ির লাটের আঘাতে ঘটনাস্থলেই হারুন খান (৫০) নিহত হন। হারুন পৌরসভার দক্ষিণ বিজয়পুর মহল্লার মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে।

এ সময় গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক আবদুল সালাম তাঁদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। সেখানে রাত আটটার দিকে শহিদ হাওলাদার (৩৫) মৃত্যুবরণ করেন। নিহত শহিদ হাওলাদার নর সিংহলপট্টি গ্রামের মফসের আলী হাওলাদারের ছেলে। গুরুতর আহত আরও দুজন শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত