Ajker Patrika

ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক কারাগারে

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ০১
ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক কারাগারে

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনার মামলায় বরগুনার বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল আমীন হোসেন জনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

আজ বুধবার বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রাসেল মজুমদার এ আদেশ দেন। 

বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের পুলিশ পরিদর্শক (সিআই) মারুফ আহমেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ পরিদর্শক (সিআই) মারুফ আহমেদ হোসেন জানান, ২০২১ সালের ২২ মার্চ বামনা সদর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও ‘বিদ্রোহী’ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় বামনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুরুজ্জামান সোহাগ বাদী হয়ে বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলা করেন। ওই মামলায় বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল আমীন হোসেন জনিসহ ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়। 

আজ বুধবার মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহারিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল আমীন হোসেন জনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামি পক্ষের আইনজীবী মাহবুবুল বারী আসলাম, সিদ্দিকুর রহমান পান্না বলেন, ‘বিজ্ঞ আদালত দুজনের জামিন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব।’ 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল লতিফ ফরাজি বলেন, ‘বিজ্ঞ আদালতের কাছে আমি জামিনের বিরোধিতা করে আইনগত যৌক্তিকতা তুলে ধরেছি। আদালত দুই আসামির জামিন নামঞ্জুর ও ১১ জনের জামিন মঞ্জুরের আদেশ দিয়েছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

সন্তানের গলা কেটে লাশ বাবার হাতে তুলে দিলেন মা

ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত