Ajker Patrika

হেফাজত নেতাদের অবৈধ সম্পদ অনুসন্ধানের বিষয়ে ভাবছে দুদক

নিজস্ব প্রতিবেদক
হেফাজত নেতাদের অবৈধ সম্পদ অনুসন্ধানের বিষয়ে ভাবছে দুদক

হেফাজতে ইসলামের নেতাদের ‘অবৈধ সম্পদ’ অনুসন্ধানের বিষয়ে ভাবছে দুর্নীতি দমন কমিশন (দদুক)। সংগঠনটির সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ বেশ কয়েকজন নেতার ব্যাংক হিসাবে অস্বাভাবিক টাকার লেনদেনের অভিযোগ যাচাই করে অনুসন্ধানে যাবে দুদক।

আজ সোমবার সংস্থাটির কমিশনার ড. মোজাম্মেল হক খান আজকের পত্রিকাকে বলেন, হেফাজত নেতাদের সম্পদের অনুসন্ধানের বিষয়ে চিন্তা ভাবনা রয়েছে। কোনও তদন্ত কমিটি হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, এখনও সেভাবে কিছুই হয়নি। আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

দুদক কমিশনার আরও জানান, বিলুপ্ত হওয়া কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের ব্যাংক হিসাবে ছয় কোটি টাকার লেনদেন, মানি লন্ডারিং ও অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান এবং অন্য নেতাদের ব্যাংক হিসাব তলব করার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ৪ এপ্রিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে জুনায়েদ বাবুনগরীসহ অন্যান্য নেতার ব্যাংক হিসাব তলব করা হয়। তাদের ব্যাংক হিসাবে জমা থাকা টাকা, লেনদেনের হিসাবসহ যাবতীয় তথ্য চেয়ে সব তফসিলি ব্যাংককে চিঠি দিয়েছে বিএফআইইউ।
ব্যাংক হিসাব তলব করা অন্য নেতাদের মধ্যে রয়েছেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সহসভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম, আল-হাইআতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত