Ajker Patrika

ঈদের আগে শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি

নিজস্ব প্রতিবেদক
ঈদের আগে শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি

ঢাকা: আসন্ন ঈদুল ফিতরের আগে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাস (উৎসব ভাতা) প্রদান এবং বন্ধ পাটকল ও চিনিকল শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। এ দাবিতে আজ শুক্রবার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক ও শ্রমজীবীদের এই দুঃসময়ে তারা মালিক কিংবা সরকারের পক্ষ থেকে কোন সহায়তা পাননি। এমন কি বন্ধ পাটকল-চিনিকলের শ্রমিকদের বকেয়া পাওনাও পরিশোধ করা হয়নি। শ্রমিক ও শ্রমজীবীদের জীবন–জীবিকার নিশ্চয়তা বিধান না করে লকডাউন চাপিয়ে দেওয়া সরকারের দায়িত্বহীনতার পরিচয় বহন করে। এ রকম অবস্থায় সরকারের ৩৬ লাখ দরিদ্র পরিবারকে ২৫০০ টাকা নগদ সহযোগিতা যে গত বছরের ন্যায় পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতিতে শেষ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

বেতন–বোনাস নিয়ে যে কোন জটিলতা সৃষ্টি হলে তার দায় মালিকদের বহন করতে হবে বলে হুশিয়ারি দিয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান বলেন, ‘নেতৃবৃন্দ সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে কর্মহীন শ্রমিক-কর্মচারীদের জন্য পর্যাপ্ত নগদ অর্থ বরাদ্দ, খাদ্যসহায়তা প্রদান, রেশন চালু, সরকারি প্রণোদনা ও ত্রাণ প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া শ্রমিক কল্যাণ তহবিলে জমাকৃত অর্থ হতে নগদ অর্থ প্রদানের ব্যবাস্থা করতে হবে।’

এছাড়া সমাবেশে যাত্রীবাহী লঞ্চ ও আন্তঃজেলা পরিবহণ শ্রমিকদের মজুরি ও বোনাস প্রদান নিশ্চিত করা, পণ্য পরিবহণসহ জরুরি সেবায় নিয়োজিত নৌযানসহ সকল পরিবহন শ্রমিক ও লোড-আনলোড শ্রমিকদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিশেষ ভাতা প্রদান, শ্রমিক-কর্মচারীদের করোনাসহ সাধারণ চিকিৎসা বিনামূল্যে প্রদান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকদের দায় সরকারকে নেওয়ার দাবি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত