নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আসন্ন ঈদুল ফিতরের আগে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাস (উৎসব ভাতা) প্রদান এবং বন্ধ পাটকল ও চিনিকল শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। এ দাবিতে আজ শুক্রবার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক ও শ্রমজীবীদের এই দুঃসময়ে তারা মালিক কিংবা সরকারের পক্ষ থেকে কোন সহায়তা পাননি। এমন কি বন্ধ পাটকল-চিনিকলের শ্রমিকদের বকেয়া পাওনাও পরিশোধ করা হয়নি। শ্রমিক ও শ্রমজীবীদের জীবন–জীবিকার নিশ্চয়তা বিধান না করে লকডাউন চাপিয়ে দেওয়া সরকারের দায়িত্বহীনতার পরিচয় বহন করে। এ রকম অবস্থায় সরকারের ৩৬ লাখ দরিদ্র পরিবারকে ২৫০০ টাকা নগদ সহযোগিতা যে গত বছরের ন্যায় পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতিতে শেষ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
বেতন–বোনাস নিয়ে যে কোন জটিলতা সৃষ্টি হলে তার দায় মালিকদের বহন করতে হবে বলে হুশিয়ারি দিয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান বলেন, ‘নেতৃবৃন্দ সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে কর্মহীন শ্রমিক-কর্মচারীদের জন্য পর্যাপ্ত নগদ অর্থ বরাদ্দ, খাদ্যসহায়তা প্রদান, রেশন চালু, সরকারি প্রণোদনা ও ত্রাণ প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া শ্রমিক কল্যাণ তহবিলে জমাকৃত অর্থ হতে নগদ অর্থ প্রদানের ব্যবাস্থা করতে হবে।’
এছাড়া সমাবেশে যাত্রীবাহী লঞ্চ ও আন্তঃজেলা পরিবহণ শ্রমিকদের মজুরি ও বোনাস প্রদান নিশ্চিত করা, পণ্য পরিবহণসহ জরুরি সেবায় নিয়োজিত নৌযানসহ সকল পরিবহন শ্রমিক ও লোড-আনলোড শ্রমিকদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিশেষ ভাতা প্রদান, শ্রমিক-কর্মচারীদের করোনাসহ সাধারণ চিকিৎসা বিনামূল্যে প্রদান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকদের দায় সরকারকে নেওয়ার দাবি জানানো হয়।
ঢাকা: আসন্ন ঈদুল ফিতরের আগে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাস (উৎসব ভাতা) প্রদান এবং বন্ধ পাটকল ও চিনিকল শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। এ দাবিতে আজ শুক্রবার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক ও শ্রমজীবীদের এই দুঃসময়ে তারা মালিক কিংবা সরকারের পক্ষ থেকে কোন সহায়তা পাননি। এমন কি বন্ধ পাটকল-চিনিকলের শ্রমিকদের বকেয়া পাওনাও পরিশোধ করা হয়নি। শ্রমিক ও শ্রমজীবীদের জীবন–জীবিকার নিশ্চয়তা বিধান না করে লকডাউন চাপিয়ে দেওয়া সরকারের দায়িত্বহীনতার পরিচয় বহন করে। এ রকম অবস্থায় সরকারের ৩৬ লাখ দরিদ্র পরিবারকে ২৫০০ টাকা নগদ সহযোগিতা যে গত বছরের ন্যায় পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতিতে শেষ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
বেতন–বোনাস নিয়ে যে কোন জটিলতা সৃষ্টি হলে তার দায় মালিকদের বহন করতে হবে বলে হুশিয়ারি দিয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান বলেন, ‘নেতৃবৃন্দ সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে কর্মহীন শ্রমিক-কর্মচারীদের জন্য পর্যাপ্ত নগদ অর্থ বরাদ্দ, খাদ্যসহায়তা প্রদান, রেশন চালু, সরকারি প্রণোদনা ও ত্রাণ প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া শ্রমিক কল্যাণ তহবিলে জমাকৃত অর্থ হতে নগদ অর্থ প্রদানের ব্যবাস্থা করতে হবে।’
এছাড়া সমাবেশে যাত্রীবাহী লঞ্চ ও আন্তঃজেলা পরিবহণ শ্রমিকদের মজুরি ও বোনাস প্রদান নিশ্চিত করা, পণ্য পরিবহণসহ জরুরি সেবায় নিয়োজিত নৌযানসহ সকল পরিবহন শ্রমিক ও লোড-আনলোড শ্রমিকদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিশেষ ভাতা প্রদান, শ্রমিক-কর্মচারীদের করোনাসহ সাধারণ চিকিৎসা বিনামূল্যে প্রদান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকদের দায় সরকারকে নেওয়ার দাবি জানানো হয়।
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়ক দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া থেকে লৌহজং উপজেলার মাওয়া পর্যন্ত ১৯ কিলোমিটার পথে একের পর এক দুর্ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। গত এক মাস ১০ দিনে এই এক্সপ্রেসওয়েতে ২৩টি দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
৪০ মিনিট আগেমাদারীপুর শহরের বাসিন্দা আমেনা বেগম। বয়স প্রায় ৭০ বছর। বয়সের ভারে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ-ব্যাধি। এসেছে ক্লান্তি ভাব। কিন্তু এ বয়সেও বিশ্রাম নেই এই মায়ের। প্রতিবন্ধী মেয়ের সেবা করে দিনরাত পার করছেন তিনি।
১ ঘণ্টা আগেবরগুনার তালতলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে এক ব্যক্তি বিরুদ্ধে মাছের ঘের করার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন কাজ বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে রাতের আঁধারে মাটি কাটা হচ্ছে। নলবুনিয়ার শুভসন্ধ্যা সৈকত এলাকায় এই জমি দখল করা হয়।
১ ঘণ্টা আগেশরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কাছে যাত্রাবিরতি করা শত শত বালুবহনকারী জাহাজ থেকে প্রতিদিন চাঁদাবাজির অভিযোগ উঠেছে। নদীর তীরে যাত্রাবিরতি করার সুযোগ করে দেওয়ার নামে প্রতিদিন সন্ধ্যা নামলেই এ চাঁদাবাজি শুরু হয়। একেকটি বালুবহনকারী জাহাজ থেকে ২০০-৫০০ টাকা পর্যন্ত চাঁদা তুলছে স্থানীয় একটি চক্র।
১ ঘণ্টা আগে