Ajker Patrika

হেফাজতের সঙ্গে জঙ্গি সংগঠন সম্পৃক্ত হয়ে তাণ্ডব চালাচ্ছে, ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৯: ১৬
হেফাজতের সঙ্গে জঙ্গি সংগঠন সম্পৃক্ত হয়ে তাণ্ডব চালাচ্ছে, ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর

হেফাজতে ইসলামের সঙ্গে বিভিন্ন জঙ্গি সংগঠন সম্পৃক্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালিয়েছে বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সচিবালয়ে আজ রোববার এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, উপযুক্ত তথ্য-প্রমাণ হাজির করে এদের বিরেুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।

শুধু কি হেফাজত বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে নাকি এর পেছনে অন্য কেউ আছে এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন এটা থাকতে পারে। আন্দোলনের রণকৌশল ও বাঁশেরকেল্লার সম্পৃক্ততা দেখে স্পষ্টই প্রতীয়মান হয়, এগুলো হয়তো আগে যে জঙ্গি সংগঠনগুলো সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছিল, তারাই আবার নতুনভাবে সম্পৃক্ত হয়েছে। সবকিছু আমরা খতিয়ে দেখছি। যে যেখানে থাকুক আমরা কাউকে ছাড় দেব না।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাঁচ জন নিহত যায়। এর প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে হেফাজত। আজও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় তিনজন নিহত হয়েছে। এ নিয়ে তিন দিনে ১৩ জন নিহত হলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন আমরা সুতো ধরে টান দেই, এইসব জঙ্গি সংগঠনের নেতারা আগে জামাত-শিবিরের নেতা ছিলেন বলে আমরা দেখেছি। হরকাতুল জিহাদ বলুন, আনসার উল্লাহ বাংলা টিম বলুন, যেটাই বলুন, সবগুলো মূল নেতৃত্ব এসেছে জামাত-শিবির থেকে।

তিনি আরও বলেন, কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি ও গোষ্ঠী ধর্মীয় উন্মাদনায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলা, ব্রাহ্মণবাড়ীয়া সদর, সরাইল ও আশুগঞ্জ উপজেলায় সরকারি সম্পত্তি ধ্বংস করছে। যার মধ্যে উপজেলা পরিষদ, থানা ভবন, সরকারি ভূমি অফিস, পুলিশ ফাঁড়ি, রেল স্টেশন, রাজনৈতিক ব্যক্তিদের বাড়িঘর, প্রেসক্লাসবসহ মানব সম্পদের ক্ষয়ক্ষতি করে যাচ্ছে। এ ধরনের ক্ষয়ক্ষতি ও উচ্ছৃঙ্খলতা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। অন্যথায় জনগণের জানমাল, সম্পদ রক্ষার্থে সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে।

ফেসবুকসহ কিছু সামাজিক যোগাযোগ প্লাটফর্মের গতি কমিয়ে রাখা হয়েছে, কতদিন এটা থাকবে সেই প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব প্লাটফর্মের গতি কমিয়েছে কিনা আমি এটা সঠিক জানি না। তবে এটা কোনো যান্ত্রিক অসুবিধা হতে পারে, এটা বিটিআরসি বলতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত