Ajker Patrika

শিগগির হাসপাতাল ছাড়ছেন না খালেদা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০২ মে ২০২১, ২১: ০৯
শিগগির হাসপাতাল ছাড়ছেন না খালেদা

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঠিক কবে নাগাদ হাসপাতাল ছাড়তে পারবেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। আজ রোববার চিকিৎসকেরা বলেছেন, সব পরীক্ষা-নিরীক্ষা শেষে পর্যালোচনার পর তাঁকে বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ হন খালেদা। গত ২৭ এপ্রিল রাত থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। আজ তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, তিনি (খালেদা জিয়া) সুস্থ আছেন। বড় কোনো জটিলতা আপাতত নেই। তবে দেড় বছরের মতো ঝুলে থাকা কিছু পরীক্ষা, যেগুলো পরিস্থিতির কারণে এত দিন হয়নি, সেগুলো এখন করানো হচ্ছে। পাশাপাশি নতুন কিছু পরীক্ষাও দেওয়া হয়েছে। তাই সময় লাগবে আরও কয়েক দিন।
১১ এপ্রিল প্রথমবার করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। ১৫ এপ্রিল রাতে সিটি স্ক্যান করাতে প্রথমবারের মতো তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে ওই রাতেই বাড়ি ফিরে যান খালেদা। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় করোনা পরীক্ষাতেও পজিটিভ হন খালেদা জিয়া। ২৭ এপ্রিল রাতে আবারও তাঁকে হাসপাতালে নেওয়া হয় । সেদিন থেকে এখনো হাসপাতালে ভর্তি আছেন তিনি।
এদিকে করোনামুক্ত হয়েছেন খালেদার বাসার আট কর্মচারী। খালেদার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ম্যাডামসহ বাসায় মোট নয়জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন তাঁদের সবাই করোনামুক্ত। তাঁরা সবাই সুস্থ আছেন।’
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর ২০২০ সালের ২৫ মার্চ তাঁকে ছয় মাসের জন্য নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। পরে ওই বছরের সেপ্টেম্বরে মুক্তির সময় আরও ছয় মাস বাড়ায় সরকার। এ বছরের মার্চে তৃতীয়বারের মতো ছয় মাসের মেয়াদ বাড়ানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত