Ajker Patrika

পল্লিবিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তারে ঝলসে গেছে যুবক

প্রতিনিধি, (সিরাজদীখান) মুন্সীগঞ্জ  
পল্লিবিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তারে ঝলসে গেছে যুবক

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পল্লিবিদ্যুৎ লাইনের খুঁটিতে ইন্টারনেটের তার টানতে গিয়ে ঝলসে গেছে শুভ দাস (২২) মানে এক যুবক। সে ১১ হাজার ভোল্টেজের তারে পুড়ে গুরুতর আহত হয়েছেন।  

আজ বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মালখানগর কলেজ রোডে এ ঘটনাটি ঘটে। সে উপজেলার ফুরশাইল গ্রামের দ্বীনেশ দাসের ছেলে। সে তালতলা বাজার স্কাইনেট নামের একটি প্রতিষ্ঠানের লাইনম্যান হিসেবে কাজ করতেন। 

এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করে। তার অবস্থা আশঙ্কজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুভ ৩৩ কেভি লাইনের কমপক্ষে ২০ ফুট উচ্চতায় খুঁটির উপর উঠে ইন্টারনেটের লাইনে কাজ করছিলেন। সেখানে ১১ কেভির একটি লাইন তার কোমড়ে লেগে যায়। সাথে সাথে তার ও পরনের কাপড় ও শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। সাথে সাথেই বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করা হয়। এরপর কয়েকজন মিলে তাঁকে নিচে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়।    

উপজেলা পল্লিবিদ্যুৎ সমিতি ডিজিএম খন্দকার মাহমুদুল হাসান এবিষয়ে বলেন, ‘খবর পেয়ে লোক পাঠিয়েছি। আমাদের না জানিয়ে তারা ইন্টারনেটের তার টানছিলো। আমাদের খুঁটিতে তার টানার কোন অনুমতি নেই। তবুও তারা ইন্টারনেট সেবা ঠিক রাখতে বিদ্যুতের পুল ব্যবহার করে। যা একদমই ঠিক না। এতে আরও বড়বড়  দুর্ঘটনা ঘটতে পারে’।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭৯৩ মণ্ডপে অসুরের মুখে দাড়ি, দায়ীদের শনাক্ত করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথে ছাত্রকে সহপাঠীদের পিটুনি, মধ্যরাতে উদ্ধার করল পুলিশ

ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করল বিটকয়েন

যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই পুরো ভারতকে কবর দেওয়ার হুমকি পাকিস্তানের মন্ত্রীর

ইউরোপের সুন্দর দেশ এস্তোনিয়ায় স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত