Ajker Patrika

আত্মগোপনে থাকা আ.লীগ নেতার ফ্ল্যাট দখল নিতে ত্রিপক্ষীয় লড়াই

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
খুলশী আবাসিক এলাকা। ছবি: সংগৃহীত
খুলশী আবাসিক এলাকা। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার ভাই আওয়ামী লীগের নেতা বিদ্যুৎ বড়ুয়া থাকতেন চট্টগ্রাম নগরীর খুলশী আবাসিক এলাকার ১ নম্বর রোডের সাইফভ্যালি ভবনের একটি ফ্ল্যাটে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি।

এ সুযোগে ফ্ল্যাটটির দখল নিতে চেষ্টা করেন তার পিএস শেখ মোহাম্মদ ফারুক চৌধুরী, ছাত্রদল নেতা মো. রানা এবং ভবনের মালিক কৃষক দলের কেন্দ্রীয় নেতা মো. সাইফুদ্দিন। এ নিয়ে মহড়াও দিয়েছে দুই পক্ষ।

ঘটনাটি ঘটে গত ২৯ ডিসেম্বর বেলা ৩টার দিকে। সিসি ক্যামেরায় সেদিনের একটি ফুটেজ এ প্রতিবেদকের হাতে এসেছে।

তবে ওই ঘটনায় ভবনমালিক মো. সাইফুদ্দিন নগরীর খুলশী থানায় একটি জিডি করেছেন। এতে মো. রানা, মো. জামাল, মো. মোজাম্মেল ও মো. নিরবের নাম উল্লেখ করা হয়েছে।

ফুটেজে দেখা গেছে, ফ্ল্যাটটির দখল নিতে বিদ্যুৎ বড়ুয়ার পিএস শেখ মোহাম্মদ ফারুক চৌধুরীকে সঙ্গে নিয়ে পলিটেকনিক ছাত্রদলের সাবেক নেতা পরিচয়দানকারী মো. রানা দলবলসহ হাজির হন ভবনের সামনে। এ সময় মো. রানার সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। কিন্তু ভবনমালিক মো. সাইফুদ্দিন তাঁদের বাধা দেন।

এ অবস্থায় রানা তাঁর আরও লোকজনকে মোবাইল ফোনে ডেকে ভবনের সামনে জড়ো করেন। তাঁদের অনেকেই পলিটেকনিক ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। মুহূর্তেই শতাধিক লোক জড়ো হয়।

একপর্যায়ে ভবনটিতে ঢোকার জন্য মালিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান রানা ও তাঁর লোকজন। পরে খুলশী থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। এতেও রানার লোকজন নিবৃত্ত না হলে ভবনমালিক সেনাবাহিনী ডাকার কথা বলেন। এ কথা শোনার পর রানা ও তাঁর লোকজন ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

ভবনমালিক মো. সাইফুদ্দিনের অভিযোগ, ‘আমার ভবনের ওই বাসাটিতে বিদ্যুৎ বড়ুয়া জোর করে থাকতেন। পটপরিবর্তনের পর তিনি চলে যান। ওই দিন বিদ্যুৎ বড়ুয়ার পিএস ফারুক ও ছাত্রদলের সাবেক নেতা পরিচয় দেওয়া মো. রানা দলবল নিয়ে আমার ভবনের সামনে এসে ওই বাসায় ওঠার চেষ্টা করেন। আমি বাধা দিই। এ ঘটনায় আমি থানায় জিডি করেছি।’

অন্যদিকে পিএস ফারুক বলেন, ‘বাসাটি বিদ্যুৎ দাদার ছিল। এ কারণে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।’ আর ছাত্রদল নেতা মো. রানা বলেন, ‘আমি বাসাটি বিদ্যুৎ দার কাছ থেকে বায়না করেছি।’

গত ৫ আগস্টের পর বিদ্যুৎ বড়ুয়া আত্মগোপনে; বায়না করলেন কীভাবে—জানতে চাইলে রানা বলেন, মিডলম্যান তাঁকে বেকায়দায় ফেলেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে আত্মগোপনে থাকা বিদ্যুৎ বড়ুয়া মোবাইল ফোনে বলেন, ‘বাসাটি আমার। ভাড়াটে হিসেবে আমি মো. রানাকে সেখানে থাকতে বলেছিলাম। কিন্তু ভবনমালিক এতে বাধা দিয়েছেন। আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। এ কারণে আমি খুলশী থানায় জিডি করেছিলাম।’

উল্লেখ্য, বিদ্যুৎ বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক পদে কর্মরত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত