মোঃ শামীমুল ইসলাম, আগৈলঝাড়া প্রতিনিধি
মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর জন্মস্থান বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আওয়ামীলীগ নানা কর্মসূচি পালন করেছে।
রোববার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আয়োজনের মধ্যে আরও ছিল কেক কাটা, আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া-মিলাদ। সকালে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাতসহ আওয়ামীলীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আব্দুর রব সেরনিয়াবাত ১৯২১ সালের ২৮ মার্চ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম আব্দুল খালেক সেরনিয়াবাত, মাতা মোসাম্মৎ হুরুন্নেছা বেগম। তাঁর স্কুল জীবন কেটেছে গৈলা মাধ্যমিক বিদ্যালয়ে। ১৯৩৯ সালে বৃত্তি নিয়ে ম্যাট্রিক পাশ করে পড়াশোনার উদ্দেশ্যে বরিশাল শহরে চলে যান। ১৯৪১ সালে ব্রজমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে কোলকাতা গিয়ে ভর্তি হন ইসলামিয়া কলেজে।
ইসলামিয়া কলেজেই আব্দুর রবের সাথে পরিচয় ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে। দুজন দুজনকে পান সহপাঠী ও বন্ধু হিসেবে। বঙ্গবন্ধুর সান্নিধ্যে তিনি ইসলামিয়া কলেজে ধর্মনিরপেক্ষ জনকল্যাণমুখী রাজনীতিতে জড়িয়ে পড়েন। এই সূত্রেই কলেজে পড়াকালীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো বোন আমেনা বেগমকে পারিবারিক সম্মতিতে বিয়ে করেন আব্দুর রব।
৫২’র ভাষা আন্দোলনে সেরনিয়াবাত ছিলেন প্রতিবাদ মুখর। ১৯৭০ এর সাধারণ নির্বাচনে তিনি বরিশাল জেলা থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। মুজিবনগরে গঠিত অস্থায়ী সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একইসাথে গৌরনদী অঞ্চলে মুক্তিযোদ্ধাদের নিয়ে সংগ্রাম পরিষদ গঠন করেন।
তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেছেন বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সাথে তিনিও নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। একই ঘটনায় মারা যায় তাঁর তিন সন্তান ও আদরের নাতি সুকান্ত আব্দুল্লাহ।
উল্লেখ্য, আব্দুর রব সেরনিয়াবাত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নীপতি। তাঁর ছেলে আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) বর্তমানে বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি এবং নাতনী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র।
মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর জন্মস্থান বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আওয়ামীলীগ নানা কর্মসূচি পালন করেছে।
রোববার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আয়োজনের মধ্যে আরও ছিল কেক কাটা, আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া-মিলাদ। সকালে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাতসহ আওয়ামীলীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আব্দুর রব সেরনিয়াবাত ১৯২১ সালের ২৮ মার্চ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম আব্দুল খালেক সেরনিয়াবাত, মাতা মোসাম্মৎ হুরুন্নেছা বেগম। তাঁর স্কুল জীবন কেটেছে গৈলা মাধ্যমিক বিদ্যালয়ে। ১৯৩৯ সালে বৃত্তি নিয়ে ম্যাট্রিক পাশ করে পড়াশোনার উদ্দেশ্যে বরিশাল শহরে চলে যান। ১৯৪১ সালে ব্রজমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে কোলকাতা গিয়ে ভর্তি হন ইসলামিয়া কলেজে।
ইসলামিয়া কলেজেই আব্দুর রবের সাথে পরিচয় ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে। দুজন দুজনকে পান সহপাঠী ও বন্ধু হিসেবে। বঙ্গবন্ধুর সান্নিধ্যে তিনি ইসলামিয়া কলেজে ধর্মনিরপেক্ষ জনকল্যাণমুখী রাজনীতিতে জড়িয়ে পড়েন। এই সূত্রেই কলেজে পড়াকালীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো বোন আমেনা বেগমকে পারিবারিক সম্মতিতে বিয়ে করেন আব্দুর রব।
৫২’র ভাষা আন্দোলনে সেরনিয়াবাত ছিলেন প্রতিবাদ মুখর। ১৯৭০ এর সাধারণ নির্বাচনে তিনি বরিশাল জেলা থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। মুজিবনগরে গঠিত অস্থায়ী সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একইসাথে গৌরনদী অঞ্চলে মুক্তিযোদ্ধাদের নিয়ে সংগ্রাম পরিষদ গঠন করেন।
তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেছেন বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সাথে তিনিও নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। একই ঘটনায় মারা যায় তাঁর তিন সন্তান ও আদরের নাতি সুকান্ত আব্দুল্লাহ।
উল্লেখ্য, আব্দুর রব সেরনিয়াবাত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নীপতি। তাঁর ছেলে আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) বর্তমানে বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি এবং নাতনী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র।
খুলনার ডুমুরিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকে দুই আরোহী নিহত ও দুইজন আহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তুলা মিয়া ও নাজমুল হক একসঙ্গে চলাফেরা করতেন। তাঁরা চুরির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। রোববার রাতে নাজমুল তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান তুলা মিয়াকে। খাওয়া-দাওয়ার পর হঠাৎ নাজমুল দা দিয়ে তাঁকে কোপাতে শুরু করেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়ার খাঁপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযুক্ত স্বামীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। রোববার (২৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেস্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে তাঁদের মা রোকাইয়া বেগম বাড়ির পাশের ঘেরপাড়ে পাটের আঁশ ছড়ানোর কাজ করছিলেন। তখন আমেনা ও নাফিস সেখানে খেলছিল। এ সময় বাবা ইকরামুল সন্তানদের বাড়ি যেতে বলে বাজারে চলে যান। কিন্তু বাড়ি না গিয়ে তারা পাশের ঘেরে গোসল করতে নামে।
২ ঘণ্টা আগে