Ajker Patrika

সারাদেশে চলছে অপরিকল্পিত উন্নয়ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৩: ৪৬
সারাদেশে চলছে অপরিকল্পিত উন্নয়ন

ঢাকা শহরে যে অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে তা এখন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। এসব উন্নয়ন কোন প্রকার সমন্বয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই হচ্ছে। পরিকল্পনাকে অনুসরণ করে সারা বিশ্বব্যাপী  উন্নয়ন হয় কিন্তু আমাদের দেশে উন্নয়নকে অনুসরণ করে পরিকল্পনা হচ্ছে। ফলে বাংলাদেশের উন্নয়নের যাত্রা যেন  উল্টো পথে চলছে বলে জানিয়েছেন, বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ড. আদিল মোহাম্মদ খান।

আজ রোববার (২১ মার্চ) সকাল ১১টায় বিআইপি (বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স) আয়োজিত ভবিষ্যতে বাংলাদেশের নগরায়ন এবং প্রাধান্য পাওয়া ইস্যু বিষয়ক এক ভার্চুয়াল সভায় এসব কথা জানান তিনি।   

তিনি বলেন, নগর উন্নয়ন পরিকল্পনা এখন পরিকল্পনাবিদরা করেন না। নগরের উন্নয়ন পরিকল্পনা এখন ডেভলপারদের হাতে। উন্নয়নের জন্য যারা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন তারা পরিকল্পনাবিদ নন। বড় বড় ডেভেলপার কোম্পানি এখন উন্নয়ন পরিকল্পনা পরিচালনা করছে। বিদেশি ডেভেলপার কোম্পানিগুলো আমাদের দেশের উন্নয়নের জন্য যেসব পরিকল্পনা উপস্থাপন করে তার অধিকাংশই আমাদের দেশের ভৌগোলিক অবস্থা এবং সংস্কৃতির সাথে মেলে না। তাই দেশের পরিকল্পনাবিদদেরকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করলে সেটি আরও ফলপ্রসূ হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ প্রফেসর ড. আক্তার মাহমুদ বলেন, নগরায়ন হলো একটি বাস্তবতা। স্বাভাবিকভাবেই বাংলাদেশে নগরায়ন বাড়ছে। বর্তমানে দেশের প্রায় ৪০ ভাগ মানুষ নগরে বাস করে। তবে প্রকৃত অর্থে নগরের সুবিধা জনগণকে আমরা দিতে পারছি কিনা সেটা একটা বড় প্রশ্ন। নগরায়নের জন্য নগরের জমির যথোপযুক্ত ব্যবহার, বাজার অর্থনীতির সাথে সংযুক্তি, জাতীয় এবং স্থানীয় নগর প্রশাসনের সাথে সমন্বয়, বিকেন্দ্রীকরণ, অংশগ্রহণ এবং অর্থনৈতিক স্বায়ত্তশাসন প্রদানকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।  

মিউনিসিপালিটি এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, যে হারে নগরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী আমাদের লোকবল এবং বাজেট বাড়ছে না। তাই আমরা জনগণকে তাদের উপযুক্ত সুযোগ সুবিধা দিতে ব্যর্থ হচ্ছি। পৌরসভার সম্পদ সীমিত। পৌরসভা যে রাজস্ব আদায় করে তা দিয়ে আমাদের কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারি না। পৌরসভার ভিতরও কিছু কিছু অপরিকল্পিত বাড়ি-ঘর গড়ে তোলা হচ্ছে।  এগুলোকেও একটি সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় আনতে হবে অন্যথায় ভবিষ্যতে বাংলাদেশে নগরায়নের ক্ষেত্রে এগুলো বাঁধা হয়ে দাড়াবে। এজন্য জাতীয় ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাশেম, এলজিইডি মন্ত্রণালয়ের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার শেখ মোজাক্কের হোসেন, ইউএন হ্যাবিটেট এর প্রতিনিধি মোঃ আখতারুজ্জামান, ইউএনডিপির প্রতিনিধি কামরুজ্জামান পলাশ, ব্রাকের পরিকল্পনাবিদ মোঃ লিয়াকত আলী, নগর পরিকল্পনাবিদ মোস্তফা কাইয়ুম খান, সালমা এ. শফী, ড. মোঃ আশিকুর রহমান, প্রফেসর হালিমা, মেহেদি আহসান।

 

 

বিষয়:

উন্নয়ন
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত