Ajker Patrika

কানাডার কাছে ২০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
কানাডার কাছে ২০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ

ঢাকা: কানাডার কাছে অব্যবহৃত অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এ অনুরোধ বিবেচনার নিশ্চয়তা দিয়েছে দেশটি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনওয়া প্রিফোনটেইন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠককালে ঢাকার পক্ষ থেকে এ চাহিদা দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া নিয়েই বৈঠকে মূল আলোচনা হয়েছে। বাংলাদেশে দ্বিতীয় ডোজ পূরণ করতে এখনই এ টিকা প্রয়োজন বলে হাইকমিশনারকে জানানো হয়। বৈঠকে ভারতের সেরামের সঙ্গে চুক্তি ও টিকা দিতে না পারার বিষয়গুলো কানাডার হাইকমিশনারের কাছে তুলে ধরা হয়। দ্বিতীয় ডোজ দেওয়ার স্বার্থে বাংলাদেশের এখনই ১৬ লাখ ডোজ দরকার বলে জানানো হয়। যা এখন বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। ক্রয়মন্ত্রী আনিতা আনন্দের বিবৃতি উল্লেখ করে দেশটিতে থাকা অতিরিক্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশকে দিতে কানাডার সরকারকে জানাতে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময়ে জরুরি ভিত্তিতে দুই লাখ টিকা দিতে বলেন তিনি।

বৈঠকে মন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভেক্সের মাধ্যমে টিকা না দিয়ে সরাসরি বাংলাদেশে পাঠাতে পারে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনারকে। এছাড়া কানাডা চাইলে রোহিঙ্গাদের আলাদাভাবে টিকার ব্যবস্থা করতে পারে বলে প্রস্তাব দেন ড. এ কে আবদুল মোমেন। এ সময়ে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা পেতে বাংলাদেশের প্রচেষ্টাগুলো কানাডার হাইকমিশনারকে জানান তিনি। বাংলাদেশের এ অনুরোধ তাঁর সরকারকে জানানোর নিশ্চয়তা দিয়েছেন কানাডার হাইকমিশনার। কানাডায় বাংলাদেশ হাইকমিশনও বিষয়টিতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে।

রোহিঙ্গা সংকট সমাধানের উদ্দেশ্যে কানাডার ক্রমাগত রাজনৈতিক ও মানবিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া কানাডার বাজারে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার বাড়ানোর আশা প্রকাশ করেন মন্ত্রী। কানাডার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা দ্রুত শুরু করবেন বলেও জানান তিনি। এছাড়া বৈঠকে বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে নিকট ভবিষ্যতে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য খাতে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন কানাডার হাইকমিশনার। এছাড়া আগামী তিন বছর একই মাত্রায় রোহিঙ্গা সংকটে আর্থিক সহযোগিতা করে যাবে কানাডা বলে জানান হাইকমিশনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত