Ajker Patrika

চট্টগ্রাম ও বাগেরহাটে নৌবাহিনীর মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ও বাগেরহাটে নৌবাহিনীর মানবিক সহায়তা

ঢাকা: করোনা মোকাবিলায় রাজধানীসহ সারাদেশে গরীব ও দুঃস্থ মানুষের জন্য নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সোমবার কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের তত্ত্বাবধানে মোংলা বাসস্ট্যান্ড, দিগরাজ বাজার এবং রামপাল এলাকায় ৪০০ কর্মহীন ও ছিন্নমূল পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, তৈল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী প্রদান করা হয়।

এছাড়া কমান্ডার চট্টগ্রাম নৌ অ’লের তত্ত্বাবধানে চট্টগ্রামের পতেঙ্গা, বন্দরটিলা, কাঠগড় ও ভাটিয়ারী এলাকায় ৩০০ পরিবারের মাঝে এবং কমান্ডার সাবমেরিনের তত্ত্বাবধানে পেকুয়ার কাকড়া পাড়ায় ২০০ পরিবারের মাঝে অনুরূপ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নৌ সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত