ফ্রান্সে শেষ হাসি কে হাসবে?
ওঁরা ১২ জন, চারজন নারী ও আটজন পুরুষ। কিন্তু একটা মাত্র চেয়ার। তাঁদের সবার দৃষ্টি এখন এই রাজকীয় চেয়ারটির দিকে, সবাই এটি নিজের দখলে নিতে চান। সবাই দেশপ্রেমিক, দেশের মঙ্গল করতে, দেশবাসীকে আরাম, আয়েশ আর স্বস্তিতে রাখতে তাঁরা সকলেই অন্তপ্রাণ।