সম্পাদকীয়
রমনার বটমূলে এখন প্রতিবছর ছায়ানটের বর্ষবরণ আমাদের ঐতিহ্যে পরিণত হয়েছে। কীভাবে এই বটমূলের (যদিও অশ্বত্থ গাছ, কিন্তু পঞ্চবটের সমাহারের একটি হওয়ায় তা নিপাতনে সিদ্ধ) সন্ধান পাওয়া গেল, সে কথাই বলা হচ্ছে এখন।
১৯৬৬ সালের দিকে বর্ষবরণের জন্য একটি বড় জায়গা পাওয়া যায় কি না, সে কথা ভাবলেন ছায়ানটের কর্তাব্যক্তিরা। কিন্তু কোথায় অনুষ্ঠান করলে ভালো হয়, সেটা ভেবে বের করা যাচ্ছে না। সে সময় বিদেশ থেকে ফিরলেন নওয়াজেশ আহমদ। ওয়াহিদুল হক বললেন, ‘এই তো নওয়াজেশকে পাওয়া গেছে। আপনি তো ছবি তোলার নেশায় অনেক ঘুরে বেড়ান। নববর্ষের অনুষ্ঠানের উপযুক্ত একটা খোলা জায়গার খোঁজ দেন তো আমাদের।’
নওয়াজেশ আহমদ একদিন ছায়ানটের কর্তাব্যক্তিদের নিয়ে এলেন রমনা রেস্তোরাঁর দিকে। সেখানেই খুঁজে পাওয়া গেল এই রমনা বটমূল।
নওয়াজেশ আহমদের জন্ম ১৯৩৫ সালের ১ ফেব্রুয়ারি। মূলত তিনি উদ্ভিদ জিনতত্ত্ব বিজ্ঞানী। আলোকচিত্রী হিসেবে তাঁর সুনাম অনেক। ১৯৬০ সালে তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ জিনতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের চা-বাগানে চায়ের রকমফের নিয়ে তিনি গবেষণা করেন দীর্ঘকাল। ১৯৭৯ সাল থেকে তিনি ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংক ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কৃষি উপদেষ্টা। চাকরিজীবনের চেয়ে আকর্ষণীয় ছিল তাঁর নিসর্গপ্রীতি ও ফটোগ্রাফি। পৃথিবীর বহু দেশে তাঁর আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। তাঁর ছবি মুদ্রিত হয়েছে সানডে টাইমস, গার্ডিয়ান, ফোকাস বাংলা, ব্যাংকক পোস্ট, ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া, ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর মতো সংবাদপত্র ও সাময়িকীতে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চা-বোর্ডের চাকরিতে ইস্তফা দিয়ে ইংল্যান্ডের লন্ডনে চলে যান। সেখানে গিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে প্রবাসী বাঙালিদের আন্দোলনে যোগ দেন। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যান এবং আলোকচিত্র ও স্লাইড শোর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির কর্মসূচি গ্রহণ করেন।
নওয়াজেশ আহমদের অনেকগুলো উল্লেখযোগ্য ফটো অ্যালবাম রয়েছে। এর মধ্যে ‘বাংলাদেশ’ নামের অ্যালবামটি উল্লেখযোগ্য। তিনি ২০০৯ সালের ২৪ নভেম্বর মারা যান।
রমনার বটমূলে এখন প্রতিবছর ছায়ানটের বর্ষবরণ আমাদের ঐতিহ্যে পরিণত হয়েছে। কীভাবে এই বটমূলের (যদিও অশ্বত্থ গাছ, কিন্তু পঞ্চবটের সমাহারের একটি হওয়ায় তা নিপাতনে সিদ্ধ) সন্ধান পাওয়া গেল, সে কথাই বলা হচ্ছে এখন।
১৯৬৬ সালের দিকে বর্ষবরণের জন্য একটি বড় জায়গা পাওয়া যায় কি না, সে কথা ভাবলেন ছায়ানটের কর্তাব্যক্তিরা। কিন্তু কোথায় অনুষ্ঠান করলে ভালো হয়, সেটা ভেবে বের করা যাচ্ছে না। সে সময় বিদেশ থেকে ফিরলেন নওয়াজেশ আহমদ। ওয়াহিদুল হক বললেন, ‘এই তো নওয়াজেশকে পাওয়া গেছে। আপনি তো ছবি তোলার নেশায় অনেক ঘুরে বেড়ান। নববর্ষের অনুষ্ঠানের উপযুক্ত একটা খোলা জায়গার খোঁজ দেন তো আমাদের।’
নওয়াজেশ আহমদ একদিন ছায়ানটের কর্তাব্যক্তিদের নিয়ে এলেন রমনা রেস্তোরাঁর দিকে। সেখানেই খুঁজে পাওয়া গেল এই রমনা বটমূল।
নওয়াজেশ আহমদের জন্ম ১৯৩৫ সালের ১ ফেব্রুয়ারি। মূলত তিনি উদ্ভিদ জিনতত্ত্ব বিজ্ঞানী। আলোকচিত্রী হিসেবে তাঁর সুনাম অনেক। ১৯৬০ সালে তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ জিনতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের চা-বাগানে চায়ের রকমফের নিয়ে তিনি গবেষণা করেন দীর্ঘকাল। ১৯৭৯ সাল থেকে তিনি ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংক ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কৃষি উপদেষ্টা। চাকরিজীবনের চেয়ে আকর্ষণীয় ছিল তাঁর নিসর্গপ্রীতি ও ফটোগ্রাফি। পৃথিবীর বহু দেশে তাঁর আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। তাঁর ছবি মুদ্রিত হয়েছে সানডে টাইমস, গার্ডিয়ান, ফোকাস বাংলা, ব্যাংকক পোস্ট, ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া, ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর মতো সংবাদপত্র ও সাময়িকীতে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চা-বোর্ডের চাকরিতে ইস্তফা দিয়ে ইংল্যান্ডের লন্ডনে চলে যান। সেখানে গিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে প্রবাসী বাঙালিদের আন্দোলনে যোগ দেন। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যান এবং আলোকচিত্র ও স্লাইড শোর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির কর্মসূচি গ্রহণ করেন।
নওয়াজেশ আহমদের অনেকগুলো উল্লেখযোগ্য ফটো অ্যালবাম রয়েছে। এর মধ্যে ‘বাংলাদেশ’ নামের অ্যালবামটি উল্লেখযোগ্য। তিনি ২০০৯ সালের ২৪ নভেম্বর মারা যান।
একটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
১ দিন আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
৬ দিন আগেবাংলা বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণ। বাতাসে আর্দ্রতা, আকাশে ঘনঘোর মেঘ, আর রিমঝিম শব্দে প্রকৃতির নীরব সংগীত। এই শ্রাবণেই, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ তারিখ, আমাদের ছেড়ে গিয়েছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই থেকে ২২ শ্রাবণ বাঙালির জন্য শুধু এক প্রাকৃতিক ঋতুর উপলব্ধি নয়—এ এক স্মরণ,
৬ দিন আগেযুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক ইতিহাসভিত্তিক জাদুঘর। এটি উদ্বোধন করা হয় ১৮৮১ সালে। ১৭৫৩ সালের দিকে বিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগ্রহ দিয়ে যাত্রা শুরু হয় ব্রিটিশ মিউজিয়ামের। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ছিল ব্রিটিশ মিউজিয়ামেরই অংশ।
৭ দিন আগে