আজকের পত্রিকা ডেস্ক
আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর সহযোগী সংস্থা আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট–আইটিআই ১৯৮২ সালে ২৯ এপ্রিলকে বিশ্ব নৃত্য দিবস হিসেবে ঘোষণা করে। মূলত নৃত্যশিল্পের বিকাশ ও বিশ্বব্যাপী নৃত্যপ্রেমীদের সংহতি এই দিবসের মূল উদ্দেশ্য। ২৯ এপ্রিল আধুনিক ব্যালে নৃত্যের পথিকৃৎ জ্যঁ জর্জ নোভের জন্মদিন। তাই এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে নৃত্য দিবস হিসেবে।
নাচের ইতিহাস হাজার হাজার বছর পুরোনো। কমপক্ষে ৯ হাজার বছর আগের প্রাচীন ভারতীয় চিত্রকলায় নৃত্যরত নারী-পুরুষের চিত্র পাওয়া যায়। ধারণা করা হয়, আদিকাল থেকেই নৃত্য মানুষের জীবনে ছিল— সময়ের সঙ্গে সঙ্গে যা আরও সমৃদ্ধ হয়ে এখন শিল্পের মর্যাদা পেয়েছে।
নাচের মূল সৌন্দর্য শিল্পীর তালবোধে। কিন্তু নাচ উপভোগ করার জন্য তালবোধের কোনো আবশ্যকতা নেই। উৎসব-অনুষ্ঠানে পছন্দের গানে ছোট-বড় সবাই মিলে নাচানাচিও বিশ্বজুড়েই খুব সাধারণ দৃশ্য। প্রচণ্ড খুশিতেও নেচে ফেলে মানুষ। আন্তর্জাতিক নৃত্য দিবস বৈচিত্র্যপূর্ণ এই নৃত্যজগতকেই উদযাপন করে। নৃত্যদিবসের লক্ষ্য শুধু দক্ষ নৃত্যশিল্পীদের নয়, বরং যেকোনো স্তরের অংশগ্রহণকারীদের উৎসাহিত করা।
বিশ্বজুড়ে নানা আয়োজনে উদযাপিত হয় এই দিবস। দেশে দেশে স্থানীয় বিভিন্ন নৃত্যকলার প্রদর্শন থাকে। এই দিন উপলক্ষে আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট প্রতিবছর আয়োজন করে জাঁকজমকপূর্ণ এক গালা অনুষ্ঠান। যার ভেন্যু প্রতিবছর বদলায়, তবে আয়োজন উন্মুক্ত থাকে সবার জন্য। এই দিবসের স্লোগান ‘ড্যান্স ইজ ফর এভরিওয়ান’ বা নৃত্য সবার জন্যই।
ভারতীয় উপমহাদেশের ধ্রুপদী নৃত্য বিশ্বজুড়ে সমাদৃত। ভরতনাট্যম, কত্থক, মণিপুরী, কুচিপুরি, ওড়িশা, কথাকলি, মোহিনীঅট্টম ও সত্রীয়া। এগুলো শাস্ত্রীয় নৃত্য নামেও পরিচিত। শাস্ত্রীয় নৃত্য হলো নৃত্যকলার এক উচ্চাঙ্গ ধারা, যা ধর্ম, দর্শন ও সংস্কৃতির মধ্যে যোগসাধন করেন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মূল ভিত্তি হচ্ছে ‘নাট্যশাস্ত্র’। এটি পারফরমিং আর্ট–এর ওপর প্রাচীন সংস্কৃত গ্রন্থ। এটি ঋষি ভরত এটির রচয়িতা বলে ধারণা করা হয়। এটির প্রথম সম্পূর্ণ সংকলনের সময় অনুমান করা হয় ২০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ২০০ খ্রিস্টাব্দের মধ্যে। অনেকে এই সময়টি ৫০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ৫০০ খ্রিস্টাব্দের মধ্যে বলেও অনুমান করেন।
‘নাট্যশাস্ত্র’–এ নৃত্য, সংগীত ও অভিনয়ের সমন্বয় ঘটানো হয়। এই ধারা মূলত দেব–দেবীর উপাসনায়, মন্দির প্রাঙ্গণে বা ধর্মীয় আচার অনুষ্ঠানে পরিবেশিত হতো। এই ধারার চর্চাকারীরা মনে করেন, এই নৃত্যশৈলী শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং আত্মানুভূতি ও আধ্যাত্মিক সাধনার একটি শক্তিশালী পথ।
উপমহাদেশ তো বটেই বাংলাদেশেরও রয়েছে নিজস্ব নাচের ধারা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের নৃত্যের ঐতিহ্য রয়েছে। এই নৃত্যগুলো স্থানীয় সংস্কৃতি, রীতিনীতি, জীবনধারা এবং বিশ্বাসের প্রতিফলন ঘটায়। বাংলাদেশের নিজস্ব ধারার নাচগুলো হলো—
মণিপুরী— এটি সিলেট অঞ্চলের নৃত্য।
ঝুমুর— রংপুর, রাজশাহীর আঞ্চলিক নৃত্য।
ধুপ— খুলনা, ফরিদপুর ও যশোর অঞ্চলের নৃত্যধারা।
বল— যশোর অঞ্চলের নৃত্য।
জারি— ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যধারা।
গম্ভীরা— রাজশাহী জেলার মুসলিম সমাজের পৃষ্ঠপোষকতায় সমৃদ্ধ হয় গম্ভীরা নাচ ও গান। এই ধারার নাচে নানা–নাতির ভূমিকায় অবতীর্ণ হয়ে দুই ব্যক্তি সমকালীন সমাজ, রাজনীতি, অর্থনীতি, নৈতিকতা সম্পর্কিত নানা সামাজিক সমস্যা নৃত্যগীতের মাধ্যমে তুলে ধরেন।
ঘাটু— ঘাটু গানের সঙ্গে পরিবেশিত হয়। আগে বর্ষাকালে বিনোদনের উদ্দেশ্যে এ ধরনের নাচিয়েদের ডাকত জমিদাররা।
পুতুল নাচ— কাহিনি বর্ণনার তালে তালে পুতুলের নাচ।
এ ছাড়া ফকির নাচ, বাউল নাচ, লাঠি নাচ, খেমটা নাচসহ বিভিন্ন ধরনের নাচের প্রচলন ছিল প্রাচীন বাংলা। যার বেশির ভাগই এখন বিলুপ্ত।
আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর সহযোগী সংস্থা আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট–আইটিআই ১৯৮২ সালে ২৯ এপ্রিলকে বিশ্ব নৃত্য দিবস হিসেবে ঘোষণা করে। মূলত নৃত্যশিল্পের বিকাশ ও বিশ্বব্যাপী নৃত্যপ্রেমীদের সংহতি এই দিবসের মূল উদ্দেশ্য। ২৯ এপ্রিল আধুনিক ব্যালে নৃত্যের পথিকৃৎ জ্যঁ জর্জ নোভের জন্মদিন। তাই এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে নৃত্য দিবস হিসেবে।
নাচের ইতিহাস হাজার হাজার বছর পুরোনো। কমপক্ষে ৯ হাজার বছর আগের প্রাচীন ভারতীয় চিত্রকলায় নৃত্যরত নারী-পুরুষের চিত্র পাওয়া যায়। ধারণা করা হয়, আদিকাল থেকেই নৃত্য মানুষের জীবনে ছিল— সময়ের সঙ্গে সঙ্গে যা আরও সমৃদ্ধ হয়ে এখন শিল্পের মর্যাদা পেয়েছে।
নাচের মূল সৌন্দর্য শিল্পীর তালবোধে। কিন্তু নাচ উপভোগ করার জন্য তালবোধের কোনো আবশ্যকতা নেই। উৎসব-অনুষ্ঠানে পছন্দের গানে ছোট-বড় সবাই মিলে নাচানাচিও বিশ্বজুড়েই খুব সাধারণ দৃশ্য। প্রচণ্ড খুশিতেও নেচে ফেলে মানুষ। আন্তর্জাতিক নৃত্য দিবস বৈচিত্র্যপূর্ণ এই নৃত্যজগতকেই উদযাপন করে। নৃত্যদিবসের লক্ষ্য শুধু দক্ষ নৃত্যশিল্পীদের নয়, বরং যেকোনো স্তরের অংশগ্রহণকারীদের উৎসাহিত করা।
বিশ্বজুড়ে নানা আয়োজনে উদযাপিত হয় এই দিবস। দেশে দেশে স্থানীয় বিভিন্ন নৃত্যকলার প্রদর্শন থাকে। এই দিন উপলক্ষে আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট প্রতিবছর আয়োজন করে জাঁকজমকপূর্ণ এক গালা অনুষ্ঠান। যার ভেন্যু প্রতিবছর বদলায়, তবে আয়োজন উন্মুক্ত থাকে সবার জন্য। এই দিবসের স্লোগান ‘ড্যান্স ইজ ফর এভরিওয়ান’ বা নৃত্য সবার জন্যই।
ভারতীয় উপমহাদেশের ধ্রুপদী নৃত্য বিশ্বজুড়ে সমাদৃত। ভরতনাট্যম, কত্থক, মণিপুরী, কুচিপুরি, ওড়িশা, কথাকলি, মোহিনীঅট্টম ও সত্রীয়া। এগুলো শাস্ত্রীয় নৃত্য নামেও পরিচিত। শাস্ত্রীয় নৃত্য হলো নৃত্যকলার এক উচ্চাঙ্গ ধারা, যা ধর্ম, দর্শন ও সংস্কৃতির মধ্যে যোগসাধন করেন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মূল ভিত্তি হচ্ছে ‘নাট্যশাস্ত্র’। এটি পারফরমিং আর্ট–এর ওপর প্রাচীন সংস্কৃত গ্রন্থ। এটি ঋষি ভরত এটির রচয়িতা বলে ধারণা করা হয়। এটির প্রথম সম্পূর্ণ সংকলনের সময় অনুমান করা হয় ২০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ২০০ খ্রিস্টাব্দের মধ্যে। অনেকে এই সময়টি ৫০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ৫০০ খ্রিস্টাব্দের মধ্যে বলেও অনুমান করেন।
‘নাট্যশাস্ত্র’–এ নৃত্য, সংগীত ও অভিনয়ের সমন্বয় ঘটানো হয়। এই ধারা মূলত দেব–দেবীর উপাসনায়, মন্দির প্রাঙ্গণে বা ধর্মীয় আচার অনুষ্ঠানে পরিবেশিত হতো। এই ধারার চর্চাকারীরা মনে করেন, এই নৃত্যশৈলী শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং আত্মানুভূতি ও আধ্যাত্মিক সাধনার একটি শক্তিশালী পথ।
উপমহাদেশ তো বটেই বাংলাদেশেরও রয়েছে নিজস্ব নাচের ধারা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের নৃত্যের ঐতিহ্য রয়েছে। এই নৃত্যগুলো স্থানীয় সংস্কৃতি, রীতিনীতি, জীবনধারা এবং বিশ্বাসের প্রতিফলন ঘটায়। বাংলাদেশের নিজস্ব ধারার নাচগুলো হলো—
মণিপুরী— এটি সিলেট অঞ্চলের নৃত্য।
ঝুমুর— রংপুর, রাজশাহীর আঞ্চলিক নৃত্য।
ধুপ— খুলনা, ফরিদপুর ও যশোর অঞ্চলের নৃত্যধারা।
বল— যশোর অঞ্চলের নৃত্য।
জারি— ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যধারা।
গম্ভীরা— রাজশাহী জেলার মুসলিম সমাজের পৃষ্ঠপোষকতায় সমৃদ্ধ হয় গম্ভীরা নাচ ও গান। এই ধারার নাচে নানা–নাতির ভূমিকায় অবতীর্ণ হয়ে দুই ব্যক্তি সমকালীন সমাজ, রাজনীতি, অর্থনীতি, নৈতিকতা সম্পর্কিত নানা সামাজিক সমস্যা নৃত্যগীতের মাধ্যমে তুলে ধরেন।
ঘাটু— ঘাটু গানের সঙ্গে পরিবেশিত হয়। আগে বর্ষাকালে বিনোদনের উদ্দেশ্যে এ ধরনের নাচিয়েদের ডাকত জমিদাররা।
পুতুল নাচ— কাহিনি বর্ণনার তালে তালে পুতুলের নাচ।
এ ছাড়া ফকির নাচ, বাউল নাচ, লাঠি নাচ, খেমটা নাচসহ বিভিন্ন ধরনের নাচের প্রচলন ছিল প্রাচীন বাংলা। যার বেশির ভাগই এখন বিলুপ্ত।
এটি একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যা গ্রিসের রাজধানী এথেন্সে অবস্থিত। এথেন্সের অ্যাক্রোপোলিস এলাকার প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে পাওয়া নিদর্শনগুলো নিয়েই এটি গড়ে উঠেছে। এই জাদুঘরটি নির্মিত হয়েছে অ্যাক্রোপোলিস শিলা এবং তার চারপাশের ঢাল থেকে সংগৃহীত প্রতিটি নিদর্শন সংরক্ষণের জন্য।
১৮ ঘণ্টা আগে১৮৬২ সালের ২০ মে ওয়ারশে ন্যাশনাল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়। প্রথমে ‘মিউজিয়াম অব ফাইন আর্টস, ওয়ারশ’ নামে। ১৯১৬ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘ন্যাশনাল মিউজিয়াম, ওয়ারশ’। বর্তমানে সংগ্রহ রাখা আছে জেরুজালেম অ্যাভিনিউয়ে, স্থপতি তাদেউশ তোলভিনস্কির নকশায় নির্মিত ভবনে। নতুন ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন...
৬ দিন আগেহ্যাঁ, আমি ভেবেচিন্তেই ফিরে এলাম। ফিরে যে আসব, সে চিন্তা আমার সব সময়ই ছিল। [বিদেশে] থাকবার ইচ্ছা আমার কখনোই ছিল না। ওটা তো আমার কাজের জায়গা না। তা ছাড়া, আগেই বলেছি, বাচ্চাদের স্কুল নিয়ে আমার নানা রকম চিন্তা ছিল। বাচ্চাদের এবং গ্রামের সাধারণ মানুষের এসথেটিক সেন্স ডেভেলপ করবে, এ রকম একটা...
৭ দিন আগেআজ বিশ্ব বাঁশ দিবস। জীবনে নানাভাবেই বাঁশ খেয়েই চলেছি, আক্ষরিক অর্থে না হলেও ভাবগত দিক থেকে তো বটেই। এই রুঢ় জীবন বাস্তবতায় সব মানুষকেই কখনো না কখনো একটু-আধটু বাঁশ খেতেই হয়। তো বাঁশ দিবসে কাজের ফাঁকে আমার বন্ধু কফিলের সঙ্গে এই ‘বাঁশ খাওয়া’ নিয়েই আলাপ করছিলাম।
৭ দিন আগে