যে রাঁধে, সে চুলও বাঁধে। কথাটা যেন সত্যিকার অর্থে মিলে যায় সাবিনার ক্ষেত্রে। বলছি বাংলাদেশ নারী ফুটবল দলের দুবারের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনের কথা।
তাহমিদ হাসান
সাভারের গণবিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাবিনা খাতুন। পড়াশোনার পাশাপাশি পেশাদার ফুটবলার হয়েও নিজের দক্ষতার গুণে বিশ্ববিদ্যালয়ের হয়ে বিজয়ী হয়েছেন ক্রিকেটসহ অন্যান্য খেলায়।
সাতক্ষীরার পলাশপুরের মেয়ে সাবিনা খাতুন। মা-বাবার পাঁচ কন্যার মধ্যে তিনি চতুর্থ। কে জানত পাড়াগাঁয়ে বেড়ে ওঠা সাবিনাই হয়ে উঠবেন দেশের নারী ক্রীড়াবিদদের জন্য গৌরবের প্রতীক! অনেক বন্ধুর পথ পেরিয়ে সাবিনার সফল নেতৃত্বে বারবার আশার আলো দেখছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বপ্নে বুক বাঁধছেন হাজারো ফুটবলপ্রেমী তরুণী। জৌলুশহীন গ্রামীণ জীবনের আর দশটা মেয়ের মতো গৎবাঁধা জীবন ছুড়ে ফেলে স্বপ্নের জন্য ছুটে চলা সাবিনার ঝুলিতে এখন দেশসেরা নারী ফুটবলার; এমনকি দেশসেরা নারী ক্রীড়াবিদের খেতাব।
অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় শুরু করেন ফুটবল খেলা। আন্তস্কুল ও আন্তজেলা পর্যায়ে ভালো খেলার সুবাদে ডাক পান জাতীয় দলে। সাতক্ষীরা থেকে মাত্র ছয়জন জাতীয় দলে ডাক পেলেও টিকে যান শুধু সাবিনা। প্রথমে শখের বশে খেলা শুরু করলেও পরে পেশা হিসেবে ফুটবলকে বেছে নেন তিনি। মিডফিল্ডার হিসেবে যাত্রা শুরু করার পর এখন তিনি জাতীয় দলের অধিনায়কের ভূমিকায়। ফুটবলার এবং অধিনায়ক হিসেবে তিনি অর্জন করে যাচ্ছেন একের পর এক সাফল্য।
দেশীয় ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সাবিনার অনেক অর্জন। তিনিই প্রথম বাংলাদেশি নারী খেলোয়াড়; যিনি বিদেশের কোনো ক্লাবের হয়ে খেলতে গিয়ে ইতিহাস গড়েন। সাবিনার নেতৃত্বেই পরপর দুবার সাফ চ্যাম্পিয়নশিপে জয়লাভ করে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। সম্প্রতি ইউরোপিয়ান ক্লাব থেকেও খেলার প্রস্তাব পেয়েছেন তিনি।
শুধু অর্জন কুড়িয়েই নন, নিজেদের অধিকারের ব্যাপারেও যথেষ্ট সোচ্চার এই নারী ক্রীড়াবিদ। অধিনায়ক সাবিনার সম্পর্কে বলতে গিয়ে তাঁরই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মাহমুদুল হাসান বলেন, ‘সাবিনা যেমন ভালো খেলোয়াড়, তেমন ভালো শিক্ষার্থীও। দারুণ মানবিক গুণসম্পন্ন, দক্ষ এবং চৌকস। বিশ্ববিদ্যালয়ের জীবনে শুরু থেকেই তার ক্ষিপ্রতা এবং দক্ষ নেতৃত্ব বিভিন্ন খেলায় বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে। সাবিনাকে দেখে এখন অনেক মেয়ে খেলাধুলায় আগ্রহী হয়ে উঠছে। গণবিশ্ববিদ্যালয় থেকে সাবিনাসহ পাঁচজন খেলোয়াড় এবার সাফ চ্যাম্পিয়ন দলে খেলেছে।’
২০১৫ সাল থেকে জাতীয় দলের অধিনায়কত্ব করে আসা এই ক্রীড়াবিদ স্বপ্ন দেখেন সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ ফুটবল টিমকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার। ব্রাজিলের খ্যাতিমান নারী ফুটবলার মার্তা ডা সিলভাকে আইডল মানা সাবিনাকেই আজ আইডল মানা বহু তরুণী ক্রীড়াঙ্গনে আসতে চান। নতুনদের জন্য সাবিনার বার্তা, ‘সকল কাজেই প্রতিকূলতা আসবে। নারী হিসেবে হয়তো সেটা একটু বেশিই। তবে সব প্রতিকূলতা ছুড়ে ফেলে স্বপ্নের পেছনে ছুটে যেতে হবে, লেগে থাকতে হবে। তাহলে সাফল্য আসবে নিশ্চিত।’
সাভারের গণবিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাবিনা খাতুন। পড়াশোনার পাশাপাশি পেশাদার ফুটবলার হয়েও নিজের দক্ষতার গুণে বিশ্ববিদ্যালয়ের হয়ে বিজয়ী হয়েছেন ক্রিকেটসহ অন্যান্য খেলায়।
সাতক্ষীরার পলাশপুরের মেয়ে সাবিনা খাতুন। মা-বাবার পাঁচ কন্যার মধ্যে তিনি চতুর্থ। কে জানত পাড়াগাঁয়ে বেড়ে ওঠা সাবিনাই হয়ে উঠবেন দেশের নারী ক্রীড়াবিদদের জন্য গৌরবের প্রতীক! অনেক বন্ধুর পথ পেরিয়ে সাবিনার সফল নেতৃত্বে বারবার আশার আলো দেখছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বপ্নে বুক বাঁধছেন হাজারো ফুটবলপ্রেমী তরুণী। জৌলুশহীন গ্রামীণ জীবনের আর দশটা মেয়ের মতো গৎবাঁধা জীবন ছুড়ে ফেলে স্বপ্নের জন্য ছুটে চলা সাবিনার ঝুলিতে এখন দেশসেরা নারী ফুটবলার; এমনকি দেশসেরা নারী ক্রীড়াবিদের খেতাব।
অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় শুরু করেন ফুটবল খেলা। আন্তস্কুল ও আন্তজেলা পর্যায়ে ভালো খেলার সুবাদে ডাক পান জাতীয় দলে। সাতক্ষীরা থেকে মাত্র ছয়জন জাতীয় দলে ডাক পেলেও টিকে যান শুধু সাবিনা। প্রথমে শখের বশে খেলা শুরু করলেও পরে পেশা হিসেবে ফুটবলকে বেছে নেন তিনি। মিডফিল্ডার হিসেবে যাত্রা শুরু করার পর এখন তিনি জাতীয় দলের অধিনায়কের ভূমিকায়। ফুটবলার এবং অধিনায়ক হিসেবে তিনি অর্জন করে যাচ্ছেন একের পর এক সাফল্য।
দেশীয় ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সাবিনার অনেক অর্জন। তিনিই প্রথম বাংলাদেশি নারী খেলোয়াড়; যিনি বিদেশের কোনো ক্লাবের হয়ে খেলতে গিয়ে ইতিহাস গড়েন। সাবিনার নেতৃত্বেই পরপর দুবার সাফ চ্যাম্পিয়নশিপে জয়লাভ করে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। সম্প্রতি ইউরোপিয়ান ক্লাব থেকেও খেলার প্রস্তাব পেয়েছেন তিনি।
শুধু অর্জন কুড়িয়েই নন, নিজেদের অধিকারের ব্যাপারেও যথেষ্ট সোচ্চার এই নারী ক্রীড়াবিদ। অধিনায়ক সাবিনার সম্পর্কে বলতে গিয়ে তাঁরই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মাহমুদুল হাসান বলেন, ‘সাবিনা যেমন ভালো খেলোয়াড়, তেমন ভালো শিক্ষার্থীও। দারুণ মানবিক গুণসম্পন্ন, দক্ষ এবং চৌকস। বিশ্ববিদ্যালয়ের জীবনে শুরু থেকেই তার ক্ষিপ্রতা এবং দক্ষ নেতৃত্ব বিভিন্ন খেলায় বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে। সাবিনাকে দেখে এখন অনেক মেয়ে খেলাধুলায় আগ্রহী হয়ে উঠছে। গণবিশ্ববিদ্যালয় থেকে সাবিনাসহ পাঁচজন খেলোয়াড় এবার সাফ চ্যাম্পিয়ন দলে খেলেছে।’
২০১৫ সাল থেকে জাতীয় দলের অধিনায়কত্ব করে আসা এই ক্রীড়াবিদ স্বপ্ন দেখেন সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ ফুটবল টিমকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার। ব্রাজিলের খ্যাতিমান নারী ফুটবলার মার্তা ডা সিলভাকে আইডল মানা সাবিনাকেই আজ আইডল মানা বহু তরুণী ক্রীড়াঙ্গনে আসতে চান। নতুনদের জন্য সাবিনার বার্তা, ‘সকল কাজেই প্রতিকূলতা আসবে। নারী হিসেবে হয়তো সেটা একটু বেশিই। তবে সব প্রতিকূলতা ছুড়ে ফেলে স্বপ্নের পেছনে ছুটে যেতে হবে, লেগে থাকতে হবে। তাহলে সাফল্য আসবে নিশ্চিত।’
টিকটকে নিজের একা থাকার সিদ্ধান্ত শেয়ার করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের বাসিন্দা ৩১ বছর বয়সী প্যাট এম। অনলাইনে প্রায় সময় ত্রিশের মধ্যে সম্পর্ক গড়ার বিষয়টি অনেক গুরুত্বসহকারে দেখানো হয়। কিন্তু এই বয়সে এসে করপোরেট চাকরিজীবী প্যাটের মনে হয়েছে, আপাতত তাঁর নিজের ওপর মনোযোগ...
১ দিন আগেবাংলাদেশে গণপরিবহনে যাতায়াতকালে ৮৭ ভাগ নারী বিভিন্নভাবে মৌখিক শারীরিক ও অন্যান্যভাবে হয়রানির শিকার হয়ে থাকেন। আর ৩৬ ভাগ নারী যৌন হয়রানির শিকার হন। আজ বৃহস্পতিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কার্যালয়ে (ডিটিসিএ) আয়োজিত ‘গণপরিবহনে নারীর সম্মান রাখুন’ ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে নারীদের বাসে চলাচলের
৫ দিন আগে২৪ এপ্রিল ২০১৩ সাল। সকাল পৌনে ৯টার দিকে ঢাকার সাভার বাসস্ট্যান্ডের পাশে বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ে। পৃথিবীর কারখানা দুর্ঘটনার ইতিহাসে লেখা হয় এক মর্মান্তিক অধ্যায়। এক যুগ পরেও সেই স্মৃতি শুধু আমাদের নয়, তাড়া করে ফেরে পুরো বিশ্বকে।
৭ দিন আগেবাবা-মা দুজনেই প্রচুর বই পড়তেন। বাড়িতে ছিল প্রায় পাঁচ হাজার বইয়ের এক বিশাল সংগ্রহশালা। তাই ছেলেবেলা থেকে বাড়িতে বই দেখতে দেখতেই বড় হয়ে উঠেছেন জান্নাতুল। স্কুলজীবনে ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও ভ্রাম্যমাণ লাইব্রেরির একজন নিয়মিত সদস্য। জান্নাতুলের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে এভাবেই জড়িয়ে গেছে বই।
৭ দিন আগে