বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুর চিহুয়াহুয়া জাতের টবিকিথ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে টবিকিথের নাম ঘোষণা করে। গত ১৬ মার্চ ২০২২-এ টবিকিথের বয়স ২১ বছর ৬৬ দিন নিশ্চিত করে গিনেস কর্তৃপক্ষ।
চিহুয়াহুয়া জাতের কুকুর সাধারণত ১২ থেকে ১৮ বছর পর্যন্ত বেঁচে থাকে। টবিকিথের জন্ম ২০০১ সালের জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গ্রিনাক্রেসের বাসিন্দা গিসেলা শোর জানান, একটি আশ্রয় কেন্দ্র থেকে টবিকিথকে দত্তক নিয়েছিলেন তিনি; যখন কুকুরছানাটির বয়স ছিল মাত্র কয়েক মাস।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে শোর বলেন, ‘আমি একটি অ্যানিমেল রেসকিউ সংস্থার স্বেচ্ছাসেবক ছিলাম। এক বয়স্ক দম্পতির কাছ থেকে কুকুরছানাটি আনা হয়, কারণ তারা ওর যত্ন নিতে পারছিলেন না। ছোট্ট চিহুয়াহুয়া জাতের কুকুরছানাটির নাম রাখা হয়েছিল পিনাট বাটার। আমি পরে তার নাম পরিবর্তন করে টবিকিথ রাখি।’
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১৬ মার্চ টবিকিথের বয়স ২১ বছর ৬৬ দিন নিশ্চিত করার পর জীবিত সবচেয়ে বয়স্ক কুকুর হিসাবে তার মর্যাদা নিশ্চিত করা হয়।
এর আগে রেকর্ড করা সবচেয়ে বয়স্ক কুকুরটির নাম ছিল ব্লুই। অস্ট্রেলিয়ান ওই কুকুরটি ১৯৩৯ সালের ১৪ নভেম্বর ২৯ বছর ৫ মাস বয়সে মারা যায়।
বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুর চিহুয়াহুয়া জাতের টবিকিথ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে টবিকিথের নাম ঘোষণা করে। গত ১৬ মার্চ ২০২২-এ টবিকিথের বয়স ২১ বছর ৬৬ দিন নিশ্চিত করে গিনেস কর্তৃপক্ষ।
চিহুয়াহুয়া জাতের কুকুর সাধারণত ১২ থেকে ১৮ বছর পর্যন্ত বেঁচে থাকে। টবিকিথের জন্ম ২০০১ সালের জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গ্রিনাক্রেসের বাসিন্দা গিসেলা শোর জানান, একটি আশ্রয় কেন্দ্র থেকে টবিকিথকে দত্তক নিয়েছিলেন তিনি; যখন কুকুরছানাটির বয়স ছিল মাত্র কয়েক মাস।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে শোর বলেন, ‘আমি একটি অ্যানিমেল রেসকিউ সংস্থার স্বেচ্ছাসেবক ছিলাম। এক বয়স্ক দম্পতির কাছ থেকে কুকুরছানাটি আনা হয়, কারণ তারা ওর যত্ন নিতে পারছিলেন না। ছোট্ট চিহুয়াহুয়া জাতের কুকুরছানাটির নাম রাখা হয়েছিল পিনাট বাটার। আমি পরে তার নাম পরিবর্তন করে টবিকিথ রাখি।’
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১৬ মার্চ টবিকিথের বয়স ২১ বছর ৬৬ দিন নিশ্চিত করার পর জীবিত সবচেয়ে বয়স্ক কুকুর হিসাবে তার মর্যাদা নিশ্চিত করা হয়।
এর আগে রেকর্ড করা সবচেয়ে বয়স্ক কুকুরটির নাম ছিল ব্লুই। অস্ট্রেলিয়ান ওই কুকুরটি ১৯৩৯ সালের ১৪ নভেম্বর ২৯ বছর ৫ মাস বয়সে মারা যায়।
ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
১৮ ঘণ্টা আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
১৮ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে বড় হাঁ বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
৩ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
৪ দিন আগে