Ajker Patrika

বাড়িতে ঢুকে পড়ল ৮ ফুট লম্বা এক কুমিরসদৃশ প্রাণী 

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২: ১৬
বাড়িতে ঢুকে পড়ল ৮ ফুট লম্বা এক কুমিরসদৃশ প্রাণী 

বাড়ির ভেতরে অনাহূত এক অতিথিকে দেখে চমকে উঠলেন এক নারী। বাধ্য হয়ে ফোন দিলেন জরুরি সেবা ৯১১-তে। ওই অতিথি আট ফুট লম্বা এক অ্যালিগেটর। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার। 

এ তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে। 

মেরি হলেনবেক নামের ওই নারী জানান, ভেনাস এলাকায় তাঁর গ্র্যান্ড পাম কমিউনিটির বাড়ির সামনের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পান। 

‘আমি ভেবেছিলাম এলাকায় নতুন কেউ ভুলে আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে।’ বলেন হলেনবেক, ‘চেয়ার থেকে নেমে এগোলাম আমি, উদ্দেশ্য তার ভুলটা ধরিয়ে দেওয়া।’ 

হলেনবেক জানান, যখন শব্দের উৎস কে তা জানতে পারলেন, তখন মাথায় দুটো চিন্তা আসে। একটি হলো, ‘হায় ঈশ্বর! আমার বাড়িতে একটা অ্যালিগেটর চলে এসেছে।’ আর দ্বিতীয়টি, ‘কীভাবে আমি এর থেকে মুক্তি পাব।’ 

হলেনবেক তারপর ৯১১-এ ফোন করলেন। তারপর সারাসোটা কাউন্টির কয়েকজন ডেপুটি শেরিফ ও ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কর্মকর্তাদের মিলিত প্রচেষ্টায় ৭ ফুট ১১ ইঞ্চির অ্যালিগেটরটিকে বাড়ি থেকে বের করে নেওয়া সম্ভব হয়। 

ওই নারী জানান, অ্যালিগেটরটি নিশ্চিতভাবেই কাছের কোনো পুকুর থেকে এসে তার বাড়ির দরজা দিয়ে কোনোভাবে ভেতরে ঢুকে পড়ে। 

‘রাস্তা পেরিয়ে আমার বাড়িতে আসতে তাকে কেবল দুই গজ দূরত্ব অতিক্রম করতে হয়। কিন্তু কেউ তাকে দেখেনি, এটি খুবই আশ্চর্যজনক।’ বলেন হলেনবেক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত