গ্রামবাসীর আবদার রাখতে হেলিকপ্টারে চড়ে বাড়িতে এলেন প্রবাসী ৩ ভাই
পরিবারের সচ্ছলতা ফিরাতে প্রায় ১৬ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান হারুন বিশ্বাস, সাব্বির বিশ্বাস ও সালমান বিশ্বাস। এরই মাঝে কয়েকবার ছুটিতে দেশে আসেন তাঁরা। কিন্তু গ্রামের মানুষের দাবি ছিল, তাঁরা যেন একদিন হেলিকপ্টারে চড়ে বাড়িতে আসেন। আর তাইতে গ্রামবাসীর আবদার রাখতে হেলিকপ্টারে চড়ে বাড়িতে এলেন এই তিন ভাই।