জাপানের যে শহরে মনের আনন্দে ঘুরে বেড়ায় হরিণেরা
মন্দির, প্রাচীন ধ্বংসাবশেষ, বুদ্ধের বিশাল ভাস্কর্যসহ দেখার মতো অনেক কিছুই আছে জাপানের নারা শহরে। তবে এখানে পর্যটকদের ভিড় লেগে থাকার বড় আরেকটি কারণ আছে। সেটি হলো শহরময় মনের আনন্দে ঘুরে বেড়ায় হাজারের বেশি হরিণ।