রেস্তোরাঁ সড়কে একদিন
মনের মানুষ যেখানে, কিসের সন্ধানে সেখানে যেতেন মহাত্মা লালন, তার উত্তরে তিনি নিজেই সন্দিগ্ধ ছিলেন। নইলে গানের মাধ্যমে সেটা বলে যাবেন কেন? আধ্যাত্মিক ব্যাপার-স্যাপারে সব সময় একটা সন্দিহান বিষয় আছে বা থাকে। কিন্তু ইহজাগতিক ব্যাপার-স্যাপারে সন্দেহের তেমন কোনো অবকাশ নেই।