আসছে রিয়েলমির আকর্ষণীয় স্মার্টওয়াচ
স্মার্টওয়াচের অসাধারণ অভিজ্ঞতা দিতে রিয়েলমি বাজারে আনছে রিয়েলমি ওয়াচ ২ এবং রিয়েলমি ওয়াচ ২ প্রো। বাংলাদেশের বাজারের জন্য রিয়েলমি ওয়াচ ২ এবং রিয়েলমি ওয়াচ ২ প্রো–এর মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৪ হাজার ২৯৯ টাকা এবং ৫ হাজার ৪৯৯ টাকা।