গর্ভের শিশুর লৈঙ্গিক পরিচয় প্রকাশ করা যাবে না, নীতিমালা হাইকোর্টে
মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না, এ নীতিমালা তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নীতিমালা হাইকোর্টে এসেছে বলে আজ সোমবার জানিয়েছেন রিটকারী আইনজীবী ইশরাত হাসান। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বলেন, আমার হাতে এখনো এ রকম কোনো প্রতিবেদন আসেনি। তাই না দেখে বলতে পারব না।