‘ব্যর্থ প্রেম নিয়ে খোঁচাখুঁচির’ জেরে ১২ বছরের কিশোরকে হত্যা
কুড়িগ্রাম সদরের এক গ্রামে বাড়ির পেছনের গর্ত থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মরদেহ পাওয়া গেছে। পুলিশ বলছে, ‘ব্যর্থ প্রেম নিয়ে খোঁচা’ সহ্য করতে না পেরে ১৬ বছর বয়সী এক কিশোর তাকে হত্যার পর লাশ গর্তে ফেলে দেয়। এ ঘটনায় থানায় মামলা না হলেও ওই কিশোর, তাঁর বাবা ও বড় ভাইকে আটক করেছে পুলিশ।