অভিষেকেই ইতিহাস কনওয়ের
৯ উইকেটে নিউজিল্যান্ডের রান তখন ৩৩৮। ডাবল সেঞ্চুরি পেতে ডেভন কনওয়ের প্রয়োজন ১৪ রান। সামান্য পথটুকুই তখন যেন এভারেস্টের চূড়ায় ওঠার মতো কঠিন হয়ে গেল তাঁর সামনে। শেষ ব্যাটসম্যান নেইল ওয়াগনারকে নিয়ে কঠিন পথটুকু ঠিকই পার করেছেন কনওয়ে। মার্ক উডকে ছয় মেরে পৌঁছেছেন ডাবলে। গড়লেন লর্ডসে অভিষেকেই প্রথম ডাবল সে