সুন্দরবনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে প্রবেশের তিন মাসের নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে জেলে, বাওয়ালি ও মৌয়ালীরা। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।