সৌর বাতির আলোয় আলোকিত শান্তিগঞ্জ
শান্তিগঞ্জ উপজেলায় এখন সন্ধ্যা নামলেই জ্বলে উঠে আলো। তখন গ্রামাঞ্চলের মেঠো পথও আলোকিত হয়ে উঠে। সন্ধ্যায় গ্রামের মসজিদ, মন্দির, ছোটখাটো বাজারগুলো জ্বলে উঠে সৌর বিদ্যুতের আলোতে। অথচ এক সময় সন্ধ্যা নামলেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ত এসব স্থান।