ভোট ইভিএমে, উদ্বিগ্ন ভোটার
ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিপাড়া গ্রামের দেলোয়ার মিয়া (৬০)। পেশায় কৃষক। তাঁর কাছে ভোট মানে ব্যালট পেপার আর সিল। মেশিনে যে ভোট দেওয়া যায় সে বিষয়টিই অজানা তাঁর। তিনি বলেন, ‘মেশিনো কিলাখান ভোট দেওন লাগে জানি না। ব্যালট পেপারো সিল মাইরা জীবনে বহুত নির্বাচনো ভোট দিছি। ইবার হুনরাম পেপার, সিল থাক