স্বজনের পরশ পেল আফ্রা
‘সে আমার আত্মা, আমার জীবন। সে আমার পৃথিবী।’—সিরিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে জন্ম নেওয়া শিশুকে পরিবারে পেয়ে তার ফুফা খলিল আল-সুওয়াদির অভিব্যক্তি ছিল ঠিক এমনই। মরে যাওয়া মা-বাবার পাশে পড়ে ছিল সদ্য জন্ম নেওয়া আফ্রা। সে এখন পেয়েছে আদরের পরশ। পেয়েছে নিরাপদ আশ্রয়।