হতাশা থেকে স্বপ্নে: কাজীপুরের রেজাউলের জীবনগাথা
রেজাউলের গল্প শুরু হয় একদম নিচু জায়গা থেকে। এসএসসি পাসের পরই অর্থের অভাবে থেমে যায় পড়াশোনার পথ। সংসারের দায়িত্ব, বেকারত্ব, বিয়ের পর বাড়তি চাপ—সব মিলিয়ে জীবন একসময় হয়ে ওঠে ভারী বোঝার মতো। ‘‘মাঝেমধ্যে মনে হতো, আমি বুঝি পরিবারে একটা বোঝা,’’—নিজেই বলেন রেজাউল।