তিনিও গেলেন চলে, বাতাস যেমন যায়
‘কোথায় পালালো সত্য?/ দুধের বোতলে, ভাতের হাঁড়িতে! নেই তো/ রেষ্টুরেন্টে, হোটেলে, সেলুনে,/ গ্রন্থাগারের গভীর গন্ধে,/ টেলিভিশনে বা সিনেমা, বেতারে,/ নৌকার খোলে, সাপের ঝাঁপিতে নেই তো।’ এমন আকুলতা নিয়ে যে কবি সত্য খুঁজে ফিরেছেন নিরন্তর, ‘সত্য ফেরারী’র সেই কবি আজ অনন্তলোকে।