সাটুরিয়ায় ৯ ইউনিয়নে নৌকার প্রার্থী হতে চান ৪৫ জন
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে হরগজ ইউনিয়নে ৩, তিল্লী ইউনিয়নে ৪, ধানকোড়া ইউনিয়নে ৭, ফুকুরহাটী ইউনিয়নে ৫, সাটুরিয়া ইউনিয়নে ৫, দড়্গাম ইউনিয়নে ৬, বালিয়াটি ইউনিয়নে ২, বরাইদ ইউনিয়নে ৭ ও দিঘুলিয়ায় ৬টি মিলে মোট ৪৫টি মনোনয়নপত্র বিক্রি ও জমা হয়েছে।