লিপস্টিক
পুরো বিশ্ব ঘুরে এমন কোনো নারী কি মিলবে, যাঁর সাজঘরে লিপস্টিক নেই। লাল, কমলা, গোলাপি রঙে শুধু ঠোঁট রাঙিয়ে তুষ্ট হলে আজ আর চলে না। সে জন্যই বিশ্বসেরা লাক্সারিয়াস ফ্যাশন ব্র্যান্ডও হাত গুটিয়ে বসে নেই। ফ্যাশনসচেতন নারীদের সাজবাক্স সমৃদ্ধ করে তুলতে তারা নিয়ে আসছে বহু দামি সব লিপস্টিক।