যাঁরা প্রকৃতি ভালোবাসেন, তাঁরা সবকিছুতেই যেন চান প্রকৃতির স্পর্শ। তা কাপড় হোক বা গয়না। প্রকৃতিপ্রেমীদের এই চাওয়াকে পূর্ণতা দিতে অনেকেই কিন্তু কাজে নেমে পড়েছেন। যাঁরা অল্প দামে সুন্দর ও টিপটপ গয়না কিনতে চান, তাঁদের কাছে হরপ্পা নামটি পরিচিত। ফেসবুকে গয়নার পেজ হরপ্পা খুললেই পেয়ে যাবেন রঙিন পুঁতির সব মালা, কানের দুল, আংটি ইত্যাদি। এসব গয়নার দামও বেশি নয়। পাওয়া যাবে ১০০ থেকে ১ হাজার টাকার মধ্যেই।
প্রথমে পুঁতি দিয়ে কাজ শুরু করলেও পরে কাপড়ে সেলাই করে গয়না তৈরির কথা ভাবেন হরপ্পার স্বত্বাধিকারী সাদিকা রুমন। কাপড়ের গয়নায় প্রথম সোনালু ফুলের একটা মালা তৈরি করে হরপ্পা। এরপর সাদিকা রুমন শুধু ফুল আর গাছ দিয়ে একটি সিরিজ করার কথা ভাবেন। কারণ ফুল ও গাছ প্রকৃতির কথা বলে। হরপ্পার পেজে একটা অ্যালবাম আছে, যার নাম আরণ্যক। এই অ্যালবামের সব গয়নাই কাপড়ের ওপর হাতে সেলাই করে তৈরি। এর বিষয় ফুল ও গাছ।
প্রকৃতিকে গয়নায় ধারণ করার বিষয়ে সাদিকা রুমন বলেন, ‘সুই–সুতার কাজকেই আরও বিস্তৃতভাবে করতে চাই। তা ছাড়া প্রকৃতি নিয়ে কাজ করতে চাই আরও বিশদভাবে। আমি চিন্তা করছি, ছেলেবেলায় যা ফেলে এসেছি বা আমার স্মৃতিতে যা স্থান করে নিয়েছে, সেগুলো নিয়ে বিস্তৃতভাবে কাজ করব ভবিষ্যতে।’
কখন কেমন গয়না পরা উচিত—এমন প্রশ্নের উত্তরে রুমন বলেন, ‘আমার কাছে সাজ হচ্ছে এ রকম, যা ব্যক্তির সৌন্দর্য আরও ফুটিয়ে তোলে। তা যদি হয় আমি তৈরি হয়ে গলায় ছোট্ট একটা মালা পরাতেই সাজটা ফুটে উঠল, তাহলে সেটাই আমার পূর্ণতা। গয়না আমার সাজকে পূর্ণতা দেবে, কিন্তু ছাপিয়ে উঠবে না আমার ব্যক্তিত্বকে।’
যাঁরা প্রকৃতি ভালোবাসেন, তাঁরা সবকিছুতেই যেন চান প্রকৃতির স্পর্শ। তা কাপড় হোক বা গয়না। প্রকৃতিপ্রেমীদের এই চাওয়াকে পূর্ণতা দিতে অনেকেই কিন্তু কাজে নেমে পড়েছেন। যাঁরা অল্প দামে সুন্দর ও টিপটপ গয়না কিনতে চান, তাঁদের কাছে হরপ্পা নামটি পরিচিত। ফেসবুকে গয়নার পেজ হরপ্পা খুললেই পেয়ে যাবেন রঙিন পুঁতির সব মালা, কানের দুল, আংটি ইত্যাদি। এসব গয়নার দামও বেশি নয়। পাওয়া যাবে ১০০ থেকে ১ হাজার টাকার মধ্যেই।
প্রথমে পুঁতি দিয়ে কাজ শুরু করলেও পরে কাপড়ে সেলাই করে গয়না তৈরির কথা ভাবেন হরপ্পার স্বত্বাধিকারী সাদিকা রুমন। কাপড়ের গয়নায় প্রথম সোনালু ফুলের একটা মালা তৈরি করে হরপ্পা। এরপর সাদিকা রুমন শুধু ফুল আর গাছ দিয়ে একটি সিরিজ করার কথা ভাবেন। কারণ ফুল ও গাছ প্রকৃতির কথা বলে। হরপ্পার পেজে একটা অ্যালবাম আছে, যার নাম আরণ্যক। এই অ্যালবামের সব গয়নাই কাপড়ের ওপর হাতে সেলাই করে তৈরি। এর বিষয় ফুল ও গাছ।
প্রকৃতিকে গয়নায় ধারণ করার বিষয়ে সাদিকা রুমন বলেন, ‘সুই–সুতার কাজকেই আরও বিস্তৃতভাবে করতে চাই। তা ছাড়া প্রকৃতি নিয়ে কাজ করতে চাই আরও বিশদভাবে। আমি চিন্তা করছি, ছেলেবেলায় যা ফেলে এসেছি বা আমার স্মৃতিতে যা স্থান করে নিয়েছে, সেগুলো নিয়ে বিস্তৃতভাবে কাজ করব ভবিষ্যতে।’
কখন কেমন গয়না পরা উচিত—এমন প্রশ্নের উত্তরে রুমন বলেন, ‘আমার কাছে সাজ হচ্ছে এ রকম, যা ব্যক্তির সৌন্দর্য আরও ফুটিয়ে তোলে। তা যদি হয় আমি তৈরি হয়ে গলায় ছোট্ট একটা মালা পরাতেই সাজটা ফুটে উঠল, তাহলে সেটাই আমার পূর্ণতা। গয়না আমার সাজকে পূর্ণতা দেবে, কিন্তু ছাপিয়ে উঠবে না আমার ব্যক্তিত্বকে।’
বছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন তো নিতেই হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ। আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকেই মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।
৪ ঘণ্টা আগেটক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১৯ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
২১ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগে