সিট দখলের রাজনীতি ও ছাত্রলীগ
আমাদের সমস্যা হলো, আমরা আদর্শ একটা সমাজের কথা ভাবতে থাকি। আইনে কী লেখা আছে, সেটা নিয়েই আমাদের মাথাব্যথা। আমরা বুঝতেই চাই না, কাজির গরু কেতাবে থাকে,গোয়ালে থাকে না। গরু-ছাগলের কথা বলে আমরা অবশ্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বোঝাতে চাইছি না। এটা একটা প্রবাদবাক্য, তাই সেটার উল্লেখ করা হলো।