হুব্বার টিজারে অনবদ্য মোশাররফ করিম
‘কুত্তা যদি ঘেউ ঘেউ না করল, তাহলে কিসের কুত্তা?’ মোশাররফ করিমের এমন সংলাপ দিয়ে শুরু হয়েছে সদ্য প্রকাশিত ওপার বাংলার ‘হুব্বা’ সিনেমার টিজার। ৪০ সেকেন্ডের টিজারে মোশাররফ করিমকে দেখা গেল নৃশংস রূপে। কখনও পিস্তল হাতে দলবল নিয়ে ঘুরছেন। মানুষ খুন করছেন। বাইকে মেয়েদের নিয়ে ঘুরছেন, রাতের অন্ধকারে মেয়েদের সঙ