Ajker Patrika

ভাগনারকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাজ্য

ভাগনারকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাজ্য

রাশিয়ার ভাড়াটে সৈন্যদের গ্রুপ ভাগনারকে সন্ত্রাসী সংগঠন ঘোষণ করা করেছে যুক্তরাজ্য। সংগঠনটিকে নিষিদ্ধ করতে গতকাল বুধবার টেররিজম অ্যাক্ট-২০০০ এর অধীনে ব্রিটিশ পার্লামেন্টে খসড়া প্রস্তাব তোলা হয়েছে।

যুক্তরাজ্যের সরকারি অনলাইন পোর্টালে বলা হয়েছে, এটি পার্লামেন্টে অনুমোদিত হলে ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তখন গ্রুপটির সদস্য হওয়া ও একে সমর্থন করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। তা লঙ্ঘনে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের উদ্ধৃতি দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, ভাগনার একটি সহিংস ও ধ্বংসাত্মক গোষ্ঠী। লুটপাট, নির্যাতন এবং বর্বর হত্যাকাণ্ডে জড়িত ছিল এই গ্রুপ। ভ্লাদিমির পুতিনের সামরিক হাতিয়ার হিসেবে কাজ করেছে তারা। পুতিনের শাসনব্যবস্থা যে দানবকে সৃষ্টি করেছে, এখন সময় এসেছে এর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। ক্রেমলিনের রাজনৈতিক লক্ষ্য পূরণে ভাগনারের অস্থিতিশীল কর্মকাণ্ড বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।

সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ভাগনার গ্রুপকে নিষিদ্ধ করা হলে বাড়াতে সৈন্যদের এই দলটি চলে যাবে আল কায়েদা, আইএস এর সঙ্গে একই কাতারে। কোনো সংগঠন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকলে টেররিজম অ্যাক্টের অধীনে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে নিষিদ্ধ করতে পারেন। সুয়েলা ব্রেভারম্যান বলেন, সোজা কথায়, তারা সন্ত্রাসী। ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তাদের কর্মকাণ্ড বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।

আফ্রিকায় ভাগনার গ্রুপের বিরুদ্ধে হত্যা এবং নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। সেই অপরাধে ভাগনারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনে গত জুলাইয়ে যুক্তরাজ্য ১৩ জন ব্যক্তি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছিল যুক্তরাজ্য।

মস্কোর উত্তর-পশ্চিমে গত মাসে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে মারা যান ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। রুশ প্রতিরক্ষা বাহিনী এবং পুতিনের নিজস্ব বৃত্তের বিরুদ্ধে স্বল্পস্থায়ী বিদ্রোহে ভাগনার গ্রুপকে নেতৃত্ব দেওয়ার দুই মাসের মাথায় তাঁর মৃত্যু ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

একটি খনি ঘিরে সমৃদ্ধির স্বপ্ন দেখছে পাকিস্তান, কিন্তু চাবিকাঠি চীনের কাছে

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত